সোমালিয়ায় জঙ্গি হামলায় মন্ত্রীসহ নিহত ১৫

সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে একটি সরকারি ভবনে জঙ্গি দল আল-শাবাবের আত্মঘাতী গাড়ি বোমা হামলার পর সেনা ও জঙ্গিদের মধ্যে গোলাগুলিতে অন্তত ১৫ জন নিহত হয়েছে।

>>বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2019, 03:26 PM
Updated : 23 March 2019, 03:26 PM

দেশটির শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে শনিবারের ওই হামলায় নিহত ১০ জনের মধ্যে উপমন্ত্রী সাকার ইব্রাহিম আব্দালা এবং পুলিশ সদস্যরা রয়েছেন বলে জানায় পুলিশ।

জঙ্গিরা আত্মঘাতী হামলার পর অস্ত্র হাতে মন্ত্রণালয় ভবনে ঢুকে পড়লে তাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি শুরু হয়। সব জঙ্গিকে হত্যা করে পুলিশ এখন ভবনটির নিয়ন্ত্রণ নিয়েছে।

পুলিশ কর্মকর্তা মেজর আলি আব্দুল্লাহ বলেন, “ভবনে ঢোকা চার জঙ্গিকে গুলি করে হত্যা করা হয়েছে, ভবন এখন পুলিশের নিয়ন্ত্রণে। আরেক জঙ্গি আত্মঘাতী হামলা চালানোর সময়ই মারা যায়।”

এ হামলায় আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।