দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট তেমের

রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান পেট্রোবাসের অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্তৃত তদন্তের মধ্যেই সাবেক প্রেসিডেন্ট মিশেল তেমেরকে গ্রেপ্তার করেছে ব্রাজিলের পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2019, 06:46 AM
Updated : 22 March 2019, 06:46 AM

৭৮ বছর বয়সী আইনজীবী তেমের ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত দক্ষিণ আমেরিকার এ দেশটির রাষ্ট্রপ্রধান ছিলেন। তার বিরুদ্ধে বেশ  কয়েকটি অভিযোগের তদন্ত চলছে।

বৃহস্পতিবার ব্রাজিলের পুলিশ সাও পাওলো থেকে তেমেরকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে বিবিসি।

মধ্য-ডানপন্থি এ রাজনীতিবিদ শুরু থেকেই তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রেসিডেন্টের পদ ছাড়ার পর তাকে গ্রেপ্তার সময়ের ব্যাপার বলেই মনে করা হচ্ছিল।

পেট্রোবাসের অর্থপাচার ও দুর্নীতির যে অভিযোগে তেমেরকে গ্রেপ্তার করা হয়েছে তাতে দণ্ডিত সাবেক প্রেসিডেন্ট লুলাসহ আরও অসংখ্য রাজনীতিবিদ ও ব্যবসায়ীর নাম আছে।

বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারের পরপরই তেমেরকে সাও পাওলো থেকে রিও ডি জেনিইরোতে নিয়ে আসা হয়।

গ্রেপ্তারের জন্য পুলিশ তাকে বুধবার থেকেই খুঁজছিল বলে ভাষ্য স্থানীয় গণমাধ্যমগুলোর।

দুর্নীতির অভিযোগে তেমেরের আমলের খনি ও জ্বালানি মন্ত্রী মোরেইরা ফ্রাঙ্কোকেও গ্রেপ্তার করা হয়েছে।

তেমের বামপন্থি প্রেসিডেন্ট দিলমা রৌসেফের প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। ২০১৬ সালে রৌসেফের অভিশংসনেও মধ্য ডানপন্থি এমডিবি পার্টির এ শীর্ষ নেতার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

রৌসেফের মেয়াদের বাকি সময়টুকুতে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করলেও দুর্নীতির অভিযোগ তার পিছু ছাড়েনি।

চলতি বছরের জানুয়ারিতে কট্টর ডানপন্থি জাইর বোলসোনেরো ব্রাজিলীয়দের মধ্যে ব্যাপক অজনপ্রিয় তেমেরের স্থলাভিষিক্ত হন।