কাশ্মীরে সহকর্মীর গুলিতে সিআরপিএফের ৩ জওয়ান নিহত

ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে আধাসামরিক বাহিনীর একটি ক্যাম্পে এক সহকর্মীর গুলিতে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সেসের (সিআরপিএফ) তিন জওয়ান নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 March 2019, 04:45 AM
Updated : 21 March 2019, 04:45 AM

বুধবার রাতে রাজ্যের উধমপুরের একটি ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে খবর এনডিটিভির।

তিন সহকর্মীকে গুলি করে হত্যার পর গুলিবর্ষণকারী জওয়ান নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করে। সঙ্কটজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার পরপরই সিআরপিএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশ কর্মকর্তারা ওই ক্যাম্পটিতে যান।

বার্তা সংস্থা এএনআইকে সিআরপিএফের ১৮৭তম ব্যাটেলিয়নের কমানড্যান্ট হারিন্দার কুমার বলেছেন, “তিন জওয়ান নিহত হয়েছেন এবং যে তাদের গুলি করেছে সে গুরুতর আহত হয়েছে।”

নিহতরা হলেন দুই কনস্টেবল রাজস্থানের পোকারমল আর ও দিল্লির যোগেন্দ্র শর্মা; তৃতীয়জন হরিয়ানার উমেদ সিং।

ওই ক্যাম্পের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় রাত ১০টার দিকে কোনো বিষয় নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে কনস্টেবল অজিত কুমার তার সার্ভিস রাইফেল দিয়ে ওই তিন সহকর্মীকে গুলি করে।

কানপুরের বাসিন্দা অজিত গুরুতর আহত অবস্থায় নিকটবর্তী সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছেন এ কর্মকর্তা।

গত ১৪ ফেব্রুয়ারি রাজ্যটির পুলওয়ামায় সিআরপিএফের একটি গাড়িবহরে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৪৪ জন জওয়ান নিহত হয়েছিল। ওই ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে প্রায় যুদ্ধাবস্থা সৃষ্টি হয়েছিল।