ঢেউয়ের তোড়ে পর্যটকের উড়ে যাওয়ার ভিডিও ভাইরাল

ইন্দোনেশিয়ায় সমুদ্রতীরে পাথরের ওপর দাঁড়ানো এক পর্যটককে দানবীয় ঢেউয়ের উড়িয়ে নেওয়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2019, 09:51 AM
Updated : 20 March 2019, 09:51 AM

দেশটির নুসা লেমবোংগান দ্বীপের ডেভিলস টিয়ারে একটি পাথরের ওপর ওই নারী পর্যটক দুই হাত প্রসারিত করে, হাসিমুখে ছবি তোলার পোজে দাঁড়িয়ে ছিলেন।

সেসময়ই পেছন থেকে দানবীয় এক ঢেউ এসে তাকে উড়িয়ে নিয়ে যায় বলে সাংহাইস্টের এক প্রতিবেদনের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।

ভিডিওতে বিশাল ওই ঢেউ আঘাত হানার পর শঙ্কিত মানুষজনের কাতর চিৎকার শোনা গেছে, একইসময়ে দৃশ্যপট থেকে হারিয়ে যান ওই নারী।

 

শুক্রবার প্রথম ফেইসবুকে এই ফুটেজটি শেয়ার হয় বলে জানিয়েছে ডেইলি মেইল। পরে দ্রুতই তা ভাইরাল হয়ে পড়ে।

ঢেউয়ের তোড়ে উড়ে যাওয়া অজ্ঞাত ওই নারী সামান্য আঘাত পেলেও জীবিত আছেন বলে জানা গেছে।

বালিভিত্তিক একটি ইন্সটাগ্রাম পেইজের অন্য এক ভিডিওতে ঘটনার পরপরই এক ব্যক্তি নারীটিকে পাঁজকোলা করে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন বলে দেখা গেছে। 

ভিডিওটির সঙ্গে একটি সতর্কবার্তাও পোস্ট করেছে ইন্সটাগ্রাম অ্যাকাউন্টটি।

“এত কাছাকাছি দাঁড়ানো যে কতখানি বিপজ্জনক তা বেশি মানুষকে বোঝাতে এই ভিডিওটিতে লাইক দিন ও শেয়ার করুন। থামুন এবং সতর্ক হোন। সমুদ্রকিনারের ২০ মিটার দূর থেকেও আপনি মনোমুগ্ধকর সব দৃশ্য দেখতে পাবেন,” বলেছে তারা।