কাজাখস্তানের প্রেসিডেন্টের পদত্যাগ

কাজাখস্তানের প্রেসিডেন্ট নূরসুলতান নাজারবায়েভ পদত্যাগ করেছেন। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর প্রায় তিন দশক ধরে তিনি দেশ পরিচালনা করেছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 03:20 PM
Updated : 19 March 2019, 03:20 PM

বিবিসি জানায়, মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে এক ভাষণে নাজারবায়েভ পদত্যাগের ঘোষণা দিয়ে বলেন, ‘এ সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না’। ভাষণটি আগেই রেকর্ড করা ছিল।

সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৯০ সালে মধ্য এশিয়ার তেল সমৃদ্ধ দেশটির প্রেসিডেন্ট হন নাজারবায়েভ। তারপর থেকে তিন দশকের শাসনামলে তিনি প্রায় অপ্রতিদ্বন্দ্বী অবস্থায় ছিলেন।

সদ্য স্বাধীন দেশে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পরপরই তিনি অর্থনৈতিক সংস্কারের দিকে মনযোগী হন। যদিও তিনি দেশে কখনোই গণতান্ত্রিত রাজনৈতিক পরিবেশ সৃষ্টি হতে দেননি।

মঙ্গলবারের ভাষণে তিনি বলেন, “আমি প্রেসিডেন্টের দায়িত্ব থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। দেশের এখন নতুন নেতৃত্বের প্রয়োজন।”

তার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত পার্লামেন্টের উচ্চকক্ষের স্পিকার কাসিম-জোমার্ত তোকায়েভ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে মাত্র কয়েক সপ্তাহ আগে কাজাখ সরকারকে বরখাস্ত করেছিলেন নাজারবায়েভ।