মানব ভ্রূণ পাচার: মুম্বাই বিমানবন্দরে মালয়েশীয় আটক

ভারতের মুম্বাইয়ে মালয়েশিয়ার নাগরিক এক ব্যক্তির লাগেজের ভেতর একটি জীবিত মানব ভ্রূণ পাওয়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 02:20 PM
Updated : 19 March 2019, 02:20 PM

গত ১৬ মার্চ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার জানায় বিবিসি। তার লাগেজের ভেতর লুকানো একটি কন্টেইনারে মানব ভ্রূণ পাওয়া যায়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি ভারত থেকে মানব ভ্রূণ পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

“এর আগেও তিনি এ কাজ করেছেন এবং মুম্বাইয়ের একটি অভিজাত আইভিএফ ক্লিনিক ভ্রূণ পাচারের সঙ্গে জড়িত বলেও দাবি করেছেন তিনি।” 

পুলিশ ওই ব্যক্তিকে নিয়ে অভিযুক্ত ক্লিনিকে গেলে ক্লিনিক কর্তৃপক্ষ ভ্রূণ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে বলে জানায় বিবিসি।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, আদালত ক্লিনিকটির মালিককে স্বপক্ষে বয়ান দিতে শুক্রবার হাজির থাকার নির্দেশ দিয়েছে।

ভারতে বিনা অনুমতিতে মানব ভ্রূণ পাচার নিষিদ্ধ।