বাঘুজে এসডিএফের হাতে ১৫৭ আইএস জঙ্গি আটক

পূর্ব সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শেষ ছিটমহল বাঘুজ থেকে ১৫৭ জঙ্গিকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2019, 08:43 AM
Updated : 19 March 2019, 08:43 AM

মঙ্গলবার এসডিএফের গণমাধ্যম দপ্তরের প্রধান মুস্তাফা বালি এ দাবী জানিয়েছেন বলে খবর বার্তা সংস্থা রয়টার্সের।

এক টুইটার পোস্টে তিনি বলেছেন, “১৫৭ জন অভিজ্ঞ জঙ্গিকে আটক করা হয়েছে। এদের অধিকাংশই বিদেশি নাগরিক।”

এসডিএফের স্পেশাল বাহিনীগুলো বাঘুজে একটি অভিযান চালিয়ে এদের আটক করেছে বলে জানিয়েছেন তিনি। তবে কখন ওই অভিযানটি চালানো হয়েছে তা জানাননি তিনি। 

বাঘুজে আইএস যোদ্ধারা মরিয়া হয়ে শেষ প্রতিরোধ গড়ার চেষ্টায় আছে। ইরাক ও সিরিয়ার এক তৃতীয়াংশজুড়ে একসময় প্রতিষ্ঠিত আইএস খিলফাতের শেষ এলাকা এটি।

এর আগে এক বিবৃতিতে এসডিএফ জানিয়েছিল, তাদের যোদ্ধারা পূর্ব সিরিয়ায় ইরাক সীমান্তের কাছে আইএস এর শেষ ঘাঁটি এলাকায় লড়াইয়ে অগ্রগতি অর্জন করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, “লড়াইয়ে আমাদের যোদ্ধারা সন্ত্রাসী সংগঠনটির জয়লাভের সব চেষ্টা ব্যর্থ করে দিয়েছে।”

এসডিএফ জানিয়েছে, গত সপ্তাহের শুরু থেকে বাঘুজে শুরু হওয়া লড়াইয়ে এ পর্যন্ত ১১২ আইএস যোদ্ধা নিহত হওয়ার খবরের বিষয়ে নিশ্চিত হয়েছে তারা।

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, বাঘুজে আর কোনো আইএস নেতা আছে বলে তারা মনে করেন না। আইএস নেতা বাগদাদি খুব সম্ভবত ইরাকে লুকিয়ে আছেন বলে মনে করেন দেশটির সরকারি বিশেষজ্ঞরা।