গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের মৃত্যু

ভারতের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ও গোয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর পারিকর মারা গেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2019, 05:28 AM
Updated : 18 March 2019, 05:43 AM

রোববার সন্ধ্যায় গোয়ায় ছেলের বাসভবনে তার মৃত্যু হয়, খবর বার্তা সংস্থা রয়টার্স, এনডিটিভির।

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ নেতা ছিলেন তিনি। তার ৬৩ বছর বয়স হয়েছিল।

এক সময়ের প্রভাবশালী আমলা ও পরে রাজনীতিকে পরিণত হওয়া পারিকর এক বছরেরও বেশি সময় ধরে অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগছিলেন।

২০১৪ নভেম্বর থেকে ২০১৭-র মার্চ পর্যন্ত তিনি ভারতের প্রতিরক্ষামন্ত্রী দায়িত্বপালন করেন। তার সময়েই ফ্রান্স থেকে ৩৬টি রাফাল জঙ্গি বিমান কেনার চুক্তি করে ভারত। এই চুক্তি নিয়ে এখন ভারতের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে।

২০১৭ সালে প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব ছেড়ে চতুর্থবারের মতো গোয়ার মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন পারিকর।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ভারতজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।