জিম্বাবুয়েতে ঝড়ে ২৪ জনের মৃত্যু

জিম্বাবুয়ের দক্ষিণপূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় ইদাইয়ের তাণ্ডবে ভেসে গেছে বাড়িঘর, ধসে পড়েছে সেতু। অন্তত ২৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির তথ্য মন্ত্রণালয়।

>>রয়টার্স
Published : 16 March 2019, 10:52 AM
Updated : 16 March 2019, 02:43 PM

মন্ত্রণালয় থেকে এক টুইটে শুক্রবার আঘাত হানা ঝড়ে আরও ৪০ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

প্রচণ্ড ঝড় ও জলোচ্ছ্বাসের কারণে ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝড়ে পূর্বের মোজাম্বিক সীমান্তবর্তী জেলা চিমানিমানিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান পার্লামেন্ট সদস্য জশুয়া সাক্কো।

তিনি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন,  “ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ শুরু হয়েছে। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।”

ঝড়ের সঙ্গে উঠে আসা জলোচ্ছ্বাসে বিস্তৃত এলাকায় ফসলের ক্ষতি হয়েছে।

বিমানবাহিনীর সদস্যরা উদ্ধার কাজে হেলিকপ্টার ব্যবহার করছে। যদিও ঝড়ো বাতাসের কারণে উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে।

এ বছর টানা খরায় বিপর্যস্ত জিম্বাবুয়েতে ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। তার উপরে ঘূর্ণিঝড়ের আঘাত দেশটিতে মারাত্মক খাদ্য সংকট সৃষ্টি আশঙ্কা জাগিয়ে তুলেছে।

পুরো সপ্তাহজুড়ে ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।