মোবাইল ফোন দিয়ে তীরের আক্রমণ ঠেকালেন তিনি

প্রতিবেশীর ছোঁড়া তীর মোবাইল ফোন দিয়ে ঠেকিয়ে প্রাণ রক্ষা করেছেন এক অস্ট্রেলীয় ব্যক্তি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 10:33 AM
Updated : 14 March 2019, 10:33 AM

বুধবার নিউ সাউথ ওয়েলসের নিমবিনে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। এলাকাটি ব্রিসবেন থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণে।

বিবিসি জানিয়েছে, বাড়ির সামনে পরিচিত এক ব্যক্তির সঙ্গে ঝগড়ায় জড়ান ৪৩ বছর বয়সী ওই অস্ট্রেলীয়। যার সঙ্গে ঝগড়ায় জড়ান তার কাছে তীর, ধনুক ছিল।

তীরটি মোবাইল ফোন ভেদ করে অপর পাশ পর্যন্ত পৌঁছে যায়। ছবি: নিউ সাউথ ওয়েলস পুলিশ

ঝগড়ার এক পর্যায়ে নিজের মোবাইল ফোনে ঝগড়ার ছবি তুলতে গেলে বিপরীত দিকে থাকা ব্যক্তি তীর ছুড়ে মারেন বলে জানিয়েছে পুলিশ।

নিজের মোবাইল ফোনটি সামনে থাকায় ধেয়ে আসা তীর থেকে রক্ষা পান ৪৩ বছর বয়সী ওই ব্যক্তি।

পুলিশ জানিয়েছে, তীরটি মোবাইল ফোন ভেদ করে অপর পাশ পর্যন্ত পৌঁছে যায়, এতে ফোনটির গ্লাস ভেঙে তার মুখে আঘাত লাগে। এ ঘটনায় সামান্য একটু কেটে গেলেও তিনি প্রাণে রক্ষা পান।  

তীরধারী ৩৯ বছর বয়সী ওই ব্যক্তিকে পরে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দুজন পরস্পরকে আগে থেকেই চিনতেন বলে জানিয়েছে তারা। তবে বিস্তারিত আর কিছু জানায়নি।  

৩৯ বছর বয়সী ওই হামলাকারীর বিরুদ্ধে হামলা ও সম্পদ ক্ষতিগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে। আগামী মাসে তার বিচার শুরু হবে।