ন্যাম হত্যাকাণ্ড: ভিয়েতনামী নারীকে মুক্তির দেয়ার আবেদন খারিজ

উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং উনের সৎ ভাই কিম জং ন্যামকে হত্যার দায়ে আটক ভিয়েতনামী নারীর বিরুদ্ধে আনা খুনের অভিযোগ প্রত্যাহারের একটি আবেদন খারিজ করে দিয়েছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 March 2019, 09:23 AM
Updated : 14 March 2019, 09:25 AM

৩০ বছর বয়সী ডন থী হুংকে ছেড়ে দিতে ভিয়েতনামের অব্যাহত চাপের মধ্যেই বৃহস্পতিবার এ সিদ্ধান্ত এল, জানিয়েছে বিবিসি। 

নামকে হত্যার দায়ে হুংয়ের সঙ্গে ২৬ বছর বয়সী ইন্দোনেশীয় নারী সিতি আইশারও বিচার চলছিল, সোমবার আকস্মিকভাবে আইশার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে তাকে মুক্তি দেওয়া হয়।  

শুরু থেকেই এ দুই নারী নিজেদের নির্দোষ বলে দাবি করে আসছেন।

হুং ও আইশা ২০১৭ সালে কুয়ালালামপুর বিমানবন্দরে ন্যামের মুখে বিষাক্ত তরল ভিএক্স নার্ভ এজেন্ট মেখে দেওয়ার কিছুক্ষণের মধ্যে ন্যামের মৃত্যু হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে পরে হুং ও সিতিকে আটক করা হয়।

হুংয়ের দাবি, তাকে কৌশলে এ হত্যাকাণ্ডের অংশীদার করা হয়েছে। টেলিভিশনে কৌতুক অনুষ্ঠানের দৃশ্যায়ন হচ্ছে মনে করে ওই কাজ করেছিলেন বলে দাবি তার।

বিচারে দোষী প্রমাণিত হলে হুংয়ের মৃত্যদণ্ডও হতে পারে।

বৃহস্পতিবার লাল হেডস্কার্ফ ও বুলেটপ্রুফ পোশাক পরে আদালতে এসেছিলেন হুং। খুনের অভিযোগ প্রত্যাহারের আবেদন খারিজ করে দিয়ে আদালত দেড় বছর ধরে চলা বিচার অব্যাহত রাখার ঘোষণা দিলে হুং কান্নায় ভেঙে পড়েন।

“কেবল ঈশ্বরই জানেন আমরা এ খুন করিনি। আমি চাই আমার পরিবার যেন আমার জন্য প্রার্থনা করে,” বলেন তিনি।

আইশার আকস্মিক মুক্তিলাভের পর থেকেই হুং আর ঘুমাতে পারছেন না বলে তার আইনজীবী জানিয়েছেন।

মুক্তি পাওয়ার দিনেই আইশা মালয়েশিয়া থেকে জাকার্তায় ফিরে গেছেন।

হুংয়ের ‘ন্যায্য বিচার নিশ্চিত করতে ও তাকে ছেড়ে দিতে’ ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিন মালয়েশিয়াকে অনুরোধ করেছেন বলে এর আগে ভিয়েতনাম সরকার জানিয়েছিল।

হুংকে ছেড়ে দিতে ভিয়েতনামের আইনমন্ত্রী মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলকে চিঠিও লিখেছিলেন।