ভেনেজুয়েলায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে সহযোগিতার প্রস্তাব চীনের

ভেনেজুয়েলায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে সাহায্য করার প্রস্তাব দিয়েছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 March 2019, 11:33 AM
Updated : 13 March 2019, 11:33 AM

সাইবার হামলার কারণেই লাতিন আমেরিকার দেশটির বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বলেও বিবৃতিতে জানিয়েছে বেইজিং।

“চীন এ বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। ভেনেজুয়েলা কর্তৃপক্ষ যত শিগগির সম্ভব এর কারণ উদ্ঘাটন এবং বিদ্যুৎ সংযোগ ও সামজিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে বলেই আমাদের বিশ্বাস। চীন ভেনেজুয়েলায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কারিগরি সহযোগিতা ও সাহায্য করার আগ্রহও প্রকাশ করেছে,” বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু কাং।  

কিছু কিছু এলাকায় সংযোগ স্বাভাবিক হলেও ভেনেজুয়েলার অধিকাংশ অঞ্চলেই টানা ছয়দিন ধরে বিদ্যুৎ বিভ্রাট চলছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লাতিন আমেরিকার এ দেশটির ইতিহাসে সবচেয়ে বড় ‘ব্ল্যাকআউটের’ জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাইবার ‘নাশকতা’কে দায়ী করেছেন নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলার এ প্রেসিডেন্ট তার দেশের অর্থনৈতিক বিপর্যয়ের জন্যও দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনকে দায়ী করে আসছেন।

চীন-রাশিয়ার পাশাপাশি সেনাবাহিনী ও রাষ্ট্রীয় অন্যান্য প্রতিষ্ঠানের সমর্থনে সোশালিস্ট ঘরানার এ নেতা ক্ষমতা আকড়ে আছেন বলে অভিযোগ পশ্চিমাদের।

দেশটির বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো সম্প্রতি নিজেকে ‘বৈধ রাষ্ট্রপতি’ ঘোষণা করলেও মাদুরো সেই দাবি প্রত্যাখ্যান করে তাকে ‘মার্কিনের পুতুল’ অ্যাখ্যা দিয়েছেন। 

রয়টার্স জানিয়েছে, ভেনেজুয়েলায় টানা বিদ্যুত বিভ্রাটে কারাকাসসহ অনেক জেলার হাসপাতালগুলোর সরঞ্জাম কাজ করছে না, খাবার নষ্ট হয়ে পড়ছে, বন্ধ হয়ে গেছে দেশটির প্রধান তেলের টার্মিনালও।

যদিও টানা কয়েকদিনের খারাপ পরিস্থিতি উৎরে মঙ্গলবার বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ফিরেছে বলেও প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন।

এরপরও রাজধানী কারাকাসের কিছু অংশ এবং কলম্বিয়া সীমান্তবর্তী পশ্চিমাঞ্চল এখনো অন্ধকারে।

ভেনেজুয়েলার তথ্য মন্ত্রী জর্জ রডরিগুয়েজও দেশের বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন।

লাতিন আমেরিকার এ দেশটির দক্ষিণাঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্র গুরির সংযোগ লাইনে ত্রুটির কারণে এ ‘ব্ল্যাকআউটের’ দেখা মেলে বলে ধারণা বিশ্লেষকরা। ত্রুটির পেছনে কী কী কারণ থাকতে পারে, তার বিস্তারিত বলেননি তারা।

ভেনেজুয়েলার অধিকাংশ এলাকার বিদ্যুৎ গুরির কেন্দ্র থেকেই যায়। এ জলবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালন লাইনে ওয়াশিংটন সাইবার হামলা চালিয়েছে বলে মাদুরো কয়েকদিন আগেই অভিযোগ করেছিলেন।