ব্রেক্সিটে পরবর্তী করণীয় ব্রিটিশ এমপি’দের হাতে: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্কোচ্ছেদের (ব্রেক্সিট) প্রক্রিয়ায় পরবর্তী পদক্ষেপ কী হবে তার সিদ্ধান্ত নেওয়ার ভার এখন ব্রিটিশ এমপি’দের বলেই মনে করছে ইইউ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 04:34 PM
Updated : 11 March 2019, 04:34 PM

আগামী ২৯ মার্চের মধ্যে যুক্তরাজ্যকে ইইউ ছাড়তে হবে। অথচ এখনো যুক্তরাজ্য কোনো ব্রেক্সিট চুক্তি চূড়ান্ত করতে পারেনি।

গত জানুয়ারিতে প্রধানমন্ত্রী টেরিজা মে’র প্রস্তাবিত চুক্তি যুক্তরাজ্যের পার্লামেন্টে বিপুল ভোটে প্রত্যাখ্যাত হয়।

সংশোধিত চুক্তি নিয়ে মঙ্গলবার আবারও পার্লামেন্টের অনুমতি চাইবেন মে। দ্বিতীয়বারের ভোটে এমপি’রা কী সিদ্ধান্ত নেন এখন সেটিই দেখার অপেক্ষা।

বেক্সিট নিয়ে যথাসময়ে একটি চুক্তিতে একমত হওয়ার বিষয়ে এখনো ‘প্রতিশ্রুতিবদ্ধ’ জানিয়ে ইইউ নেতারা বলেন, টেরিজা মে’র চুক্তির উপর দ্বিতীয়বার ভোটের আগে তারা বিতর্কিত ‘আইরিশ ব্যাকস্টপ’ নিয়ে নতুন করে নিশ্চয়তা দিচ্ছেন।

“এখন হাউজ অব কমন্সকে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নিতে হবে।” পরাজয় নিশ্চিত জেনে প্রথমবার ভোটের সময় পিছিয়ে দিয়েছিলেন মে।

এবার লেবার এবং টোরি উভয় দলের এমপি’রাই প্রধানমন্ত্রীকে তার প্রতিশ্রুতির প্রতি সম্মান জানিয়ে মঙ্গলবার তার চুক্তির উপর অবশ্যই ভোট আয়োজন করতে বলেছেন।