ইথিওপিয়ার বিধ্বস্ত উড়োজাহাজের ফ্লাইট রেকর্ডার উদ্ধার

বিশফটু শহরের দুর্ঘটনাস্থল থেকে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত উড়োজাহাজের ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে এয়ায়লাইন্স কর্তৃপক্ষ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2019, 12:41 PM
Updated : 11 March 2019, 12:42 PM

গত রোববার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইজেরিয়ার রাজধানী নাইরোবি যাওয়ার পথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ইটি৩০২ বিধ্বস্ত হয় এবং ১৫৭ আরোহীর সবাই নিহত হয়।

বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ মডেলের উড়োজাহাজটি উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর বিধ্বস্ত হয়।

‘ককপিট ভয়েস রেকর্ডার’ এবং ‘ডিজিটাল ফ্লাইট ডেটা রেকর্ডার’ উভয়ই দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বলে জানায় বিবিসি।

তবে দুর্ঘটানার প্রকৃত কারণ সম্পর্কে কথা বলার সময় এখনো আসেনি বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞারা।

বিধ্বস্ত উড়োজাহাজটির যাত্রীরা ৩৩টি দেশের ‍নাগরিক ছিলেন। তাদের মধ্যে চারজন জাতিসংঘের পাসপোর্টধারী ছিলেন।

নিহত যাত্রীদের অনেকে সোমবার থেকে নাইরোবিতে জাতিসংঘের পরিবেশ বিষয়ক সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন বলে ‍জানা গেছে।