ইথিওপিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজে ছিল ৮ চীনা

ইথিওপিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজের আট যাত্রী চীনের নাগরিক ছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।

>>রয়টার্স
Published : 10 March 2019, 12:51 PM
Updated : 10 March 2019, 12:51 PM

এ টিভির পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলা হয়, “উড্ডয়নের পরপরই বিশোফতু শহরে বিধ্বস্ত ফ্লাইট ইটি৩০২’র আরোহীদের মধ্যে আট চীনা নাগরিক ছিলেন।”

রোববার ইথিওপিয়ান এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ম্যাক্স-৮ উড়োজাহাজটি রাজধানী আদ্দিস আবাবা থেকে নাইজেরিয়ার রাজধানী নাইরোবিতে যাচ্ছিল। উড্ডয়নের মাত্র ছয় মিনিট পর স্থানীয় সময় ০৮:৪৪ মিনিটে সেটি বিধ্বস্ত হয়।

এয়ারলাইন্স কর্তৃপক্ষ ফ্লাইট ইটি৩০২র সব আরোহীর মৃত্যুর খরব জানিয়ে বলেছে, আরোহীরা ৩৩টি ভিন্ন ভিন্ন দেশের নাগরিক ছিলেন।