নিউ ইয়র্কে অবতরণের আগে তুর্কি বিমানে প্রবল ঝাঁকুনি, আহত ২৯

নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের আগে তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে তীব্র ঝাঁকুনিতে দুই ডজনেরও বেশি যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2019, 07:13 AM
Updated : 10 March 2019, 07:14 AM

শনিবার এ ঘটনায় আহতদের মধ্যে অন্তত ১০ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

নিউ ইয়র্কের দমকল বিভাগ জানিয়েছে, তারা বিমানবন্দরে ২৯ যাত্রীর ‘প্রাণসংশয়ী নয় এমন আঘাতের’ চিকিৎসা করেছেন।

প্রথমদিকে  ৩২ জন আঘাত পেয়েছেন বলে টুইটারে জানানো হয়েছিল।

স্থানীয় সময় বিকাল ৫টা ৩৫ মিনিটে জন এফ কেনেডি বিমানবন্দরে অবতরণের আগে ৩২৬ যাত্রী ও ২১ ক্রুকে বহন করা তার্কিশ এয়ারলাইন্সের বিমানটি প্রায় ৪৫ মিনিট ধরে ‘ভয়াবহ ঝাঁকুনির’ কবলে পড়ে বলে  জানান নিউ ইয়র্ক ও নিউ জার্সির বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র স্টিভ কোলম্যান। এ বন্দর কর্তৃপক্ষই জন এফ কেনেডি বিমানবন্দর পরিচালনা করে থাকে।

ইস্তাম্বুল থেকে ছেড়ে আসা ফ্লাইট ০০১ এর যাত্রীদের আঘাত ‘হালকা’ বলে জানিয়েছেন তিনি।

“বেশিরভাগ আহতেরই কাটা-ছেঁড়া ও হালকা ক্ষত পাওয়া গেছে। কারও গুরুতর আঘাত লেগেছে বলে আমার জানা নেই,” বলেছেন কোলম্যান।

যে ১০ যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একটি শিশু আছে; আরেকজনের পা সম্ভবত ভেঙে গেছে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের এভিয়েশন ওয়েদার সেন্টার নিউ ইংল্যান্ডের আকাশে শনিবার সন্ধ্যায় ‘ভয়াবহ ঝাঁকুনি’হতে পারে বলে সতর্কতা জারি করেছিল।

এ ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি তার্কিশ এয়ারলাইন্স।

একইদিন সকালে ফ্লোরিডা থেকে কানাডাগামী একটি মালবাহী বিমান জরুরি অবতরণের পর নিউ জার্সির নেয়ার্ক বিমানবন্দরের রানওয়ে বন্ধ করে দেওয়া হয়।