থাইল্যান্ডে বিলুপ্ত হল রাজকুমারীকে মনোনয়ন দেওয়া পার্টি

থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণের বোন প্রিন্সেস উবোলরাতানাকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনয়ন দিয়ে এবার শীর্ষ আদালতের নির্দেশে বিলুপ্ত হল সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুগত রাজনৈতিক দল।

>>রয়টার্স
Published : 7 March 2019, 12:00 PM
Updated : 7 March 2019, 12:01 PM

থাইল্যান্ডের সাংবিধানিক আদালত বৃহস্পতিবার ‘থাই রকসা চার্ট পার্টি’ ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছে। একইসঙ্গে পার্টির নির্বাহী বোর্ড সদস্যদের ১০ বছরের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করারও রায় দিয়েছে আদালত।

নির্বাসিত সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার অনুগত কয়েকটি পার্টির মধ্যে রয়েছে থাই রকসা চার্ট পার্টি। ২০০৬ সালে সামরিক অভ্যুত্থানে উৎখাত হয়েছিলেন সিনাওয়াত্রা।

বিশ্লেষকরা বলছেন, পার্টি বিলুপ্ত হওয়ায় থাকসিনের সমর্থকদের জন্য এখন দেশটির আসন্ন জাতীয় নির্বাচনে জয় পাওয়া কঠিন হয়ে পড়বে।

আগামী ২৪ মার্চ থাইল্যান্ডে জাতীয় নির্বাচনকে সামনে রেখে গত মাসের শুরুর দিকে রাজকুমারী উবোলরাতানা ‘থাই রকসা চার্ট পার্টি’র একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়ে নজির সৃষ্টি করেছিলেন।

এরপরই উবোলরাতানার প্রধানমন্ত্রীত্বের লড়াইয়ে নামার এ চেষ্টাকে ‘অনুচিত’ এবং অসাংবিধানিক বলে মন্তব্য করেন থাইল্যান্ডের রাজা মাহা ভাজিরালংকর্ণ। তখনই রাজকুমারীকে মনোনয়ন দিয়ে নির্বাচনী আইন ভঙ্গ করার অভিযোগে দলটিকে নিষিদ্ধ করার দাবি ওঠে।

৫ বছর আগে সামরিক অভ্যুত্থানের পর থেকে থাইল্যান্ডে সেনাশাসন চলছে। বৃহস্পতিবারের রায়ে সাংবিধানিক আদালত বলেছে, প্রিন্সেস উবোলরাতানাকে মনোনয়ন দিয়ে রাজতন্ত্রের নিরপেক্ষতাকে হুমকির মুখে ফেলা হয়েছে।

দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী থাই রাজপরিবার রাজনীতির বাইরে থাকে। নির্বাচনী আইনেও রাজনৈতিক দলগুলোর রাজপরিবারের কাউকে প্রচারের কাজে লাগানোর কোনো এখতিয়ার নেই।