স্যোশাল মিডিয়ায় নেই অভিনন্দন, একাউন্ট ভুয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কোনো একাউন্ট নেই। তার নামে খোলা একাউন্টগুলো সব ভুয়া বলে জানিয়েছে ভারতীয় বিমানবাহিনী।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2019, 05:10 PM
Updated : 6 March 2019, 05:10 PM

কাশ্মীর সীমান্ত নিয়ে দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে আকাশ লড়াইয়ের সময় ভারতের মিগ-২১ ভূপাতিত হয়ে এর বৈমানিক অভিনন্দন পাকিস্তানি সেনাদের হাতে ধরা পড়েন।

সেই সুবাদে রাতারাতি বিশ্বজুড়ে খবরের শিরোনাম হন অভিনন্দন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের অভিনন্দনকে মুক্তি দেওয়ার ঘোষণায় কাশ্মীর উত্তেজনাও হ্রাস পায়।

‘শত্রু’ পক্ষের হাতে আহত অবস্থায় ধরা পড়ার পরও আত্মাবিশ্বাস না হরানো অভিনন্দন নিজদেশে রীতিমত তারকা বনে যান। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নামে একাউন্ট খোলার হিড়িক পড়ে।

ওইসব একাউন্ট থেকে যাতে কোনো গুজব ছড়িয়ে না পড়ে তার ব্যবস্থা নিতে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে বুধবার এক টুইটে বলা হয়, “কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইসবুক/ইন্সটাগ্রাম/টুইটার) উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের কোনো একাউন্ট নেই। দয়া করে আইএএফ এর কোনো আকাশযোদ্ধার নাম ব্যবহার করে খোলা কোনো একাউন্ট থেকে ছড়ানো গুজব অনুসরণ করবেন না।”

ভারতীয় বিমানবাহিনী অভিনন্দনের নামে টুইটারে খোলা অন্তত ছয়টি একাউন্ট বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।