নিশান টাইকুন কার্লোসকে জামিন মঞ্জুর করল টোকিও আদালত

জাপানের টোকিও আদালত এক আকস্মিক সিদ্ধান্তে গাড়ি নির্মাতা কোম্পানি নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোসকে জামিন মঞ্জুর করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2019, 12:24 PM
Updated : 5 March 2019, 12:24 PM

আদালত ১শ’ কোটি ইয়েন (৮৯ লাখ ডলার) বন্ডে এ জামিন মঞ্জুর করেছে এবং জাপানের গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবারই তিনি মুক্তি পেতে পারেন।

গোসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ আছে। তবে তিনি ভুল কোনোকিছু করার কথা অস্বীকার করেছেন।

আদালত এর আগে দুইবার গোসের জামিনের অনুরোধ নাকচ করেছে। তার জন্য সর্বশেষ জামিনের আবেদন করে নতুন আইনজীবীদের একটি দল।

সোমবার গোসের পক্ষের আইনজীবীদলের প্রধান জানিয়েছিলেন, গোস জামিন পাবেন বলে তিনি আশাবাদী।

টোকিওর সরকারি কৌসুলিরা আদালতের জামিনের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে ধারণা করা হচ্ছে। সেক্ষেত্রে গোসকে জাপানে থাকার পাশাপাশি ভিডিও নজরদারিতেও থাকতে হবে।

জাপানে অভিযোগের স্বীকারোক্তি দেওয়া ছাড়া জামিন মঞ্জুরের ঘটনা বিরল। গোসকে আর্থিক অনিয়মসহ আস্থা ভঙ্গের গুরুতর অভিযোগেও আটক করা হয়েছে।

গতবছর নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর থেকেই তিনি কাস্টডিতে আছেন। নভেম্বরে টোকিওতে আর্থিক অনিয়ম এবং প্রকৃত আয় গোপন করার অভিযোগে গোস গ্রেপ্তার হন।ডিসেম্বরে আস্থা ভঙ্গের নতুন অভিযোগে তাকে ফের গ্রেপ্তার করা হয়।