পাক-ভারত সংঘাত নিয়ে মন্তব্যর জন্য ক্ষমা চাইলেন ট্রেভর

ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা নিয়ে নিজের অনুষ্ঠানে বিদ্রুপাত্মক মন্তব্য করার জন্য ক্ষমা চাইলেন কমেডিয়ান ট্রেভোর নোয়াহ ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2019, 04:47 PM
Updated : 4 March 2019, 04:47 PM

মার্কিন টেলিভিশনের অনুষ্ঠান ‘দ্য ডেইলি শো’র সঞ্চালক নোয়াহ কাশ্মীর সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা নিয়ে বলেন, “ওই দুই দেশের মধ্যে যুদ্ধ হবে সেরা বিনোদন”। এটি সর্বকালের দীর্ঘ যুদ্ধ এবং আরেকটি ড্যান্স নাম্বার হবে বলেও মন্তব্য করেছিলেন তিনি।

গত সপ্তাহে অনুষ্ঠানটি সম্প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ভারতীয়রা ক্ষোভে ফেটে পড়েন।

অনেকেই নোয়াহকে ‘বর্ণবাদী’ এবং ‘অসংবেদনশীল’ বলে বর্ণনা করে তার মন্তব্যের নিন্দা জানান।

এক টুইটার ব্যবহারকারী নোয়াহর সমালোচনা করে বলেন, তিনি ‘যুদ্ধকে বলিউডের ছাঁচে ঢেলে’ সেটা নিয়ে বিদ্রুপ করেছেন।

সমালোচনার তোপে নোয়াহ নিজের মজা করার প্রক্রিয়া নিয়ে ব্যাখ্যা দেন।

 

একইসঙ্গে তিনি বলেন, “এতে আপনার এবং অন্যদের অনুভূতিতে আঘাত লাগায় আমি দুঃখিত। আমি যা করার চেষ্টা করেছিলাম তা আসলে এমন কিছু ছিল না।”

‘কষ্ট এবং অস্বস্তি’ কাটাতে সেগুলো নিয়েই নিজের ভাষায় তিনি কৌতুক করেন জানিয়ে নোয়াহ আরো বলেন, এমনকি নিজের মায়ের মাথায় গুলিবিদ্ধ হওয়া নিয়েও তিনি কৌতুক করেছেন।