সিরিয়ায় আইএসের শেষ ঘাঁটিতে গণকবরের সন্ধান

সিরিয়ায় যুক্তরাষ্ট্র-সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের (এসডিএফ) দখল করে নেওয়া ইসলামিক স্টেটের (আইএস) সর্বশেষ এলাকাটিতে একটি গণকবর পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2019, 03:25 PM
Updated : 28 Feb 2019, 03:25 PM

বৃহস্পতিবার এসডিএফ এর কর্মকর্তা জানান, এ গণকবরে কয়েক ডজন লাশ আছে। সম্ভবত তারা ইয়াজিদি।

বাঘুজে পাওয়া এ মৃতদেহগুলো বেশিরভাগই নারীদের। তাদেরকে গলা কেটে, শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে- বলেন, এসডিএফ কমান্ডার আদনান আফরিন। মৃতদেহগুলো ইয়াজিদি সম্প্রদায়ের কিনা তা নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এসডিএফ ইরাকি সীমান্তের কাছের বাঘুজ থেকে আইএস জঙ্গিদেরকে নির্মূল করার প্রস্তুতি নিচ্ছে। ওই এলাকায় আটকা পড়া বেসামরিক নাগরিকদের উদ্ধার করা হয়ে গেলেই তারা অভিযান শুরু করবে।

২০১৪ সালে আইএস জঙ্গিরা ইরাকের হাজার হাজার ইয়াজিদি নারীকে ধরে এনে যৌনদাসী করে রাখে। জঙ্গিদের হাতে ৩ হাজারেরও বেশি ইয়াজিদি মারা পড়েছে।

ইসলাম ও খ্রীস্টান ধর্মের মিশ্রণে তৈরি ইয়াজিদি ধর্মের কারণে আইএস জঙ্গিরা তাদেরকে ‘শয়তানের উপাসক’ আখ্যা দিয়ে তাদেরকে নির্বিচারে হত্যা করেছে।