ভেনেজুয়েলায় সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলায় ত্রাণ প্রবেশ নিয়ে সীমান্তে তুমুল সংঘর্ষের পর দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

>>রয়টার্স
Published : 26 Feb 2019, 12:32 PM
Updated : 26 Feb 2019, 12:32 PM

একইসঙ্গে ভেনেজুয়েলার রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ‘পিডিভিএসএ’র সম্পদ জব্দ করতেও যুক্তরাষ্ট্র এর মিত্রদেরকে আহ্বান জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ সোমবার ভেনেজুয়েলার ৪ রাজ্যের গভর্নরের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রে তাদের সব সম্পদই আটকে দেওয়া হয়েছে।

বোগোটায় লিমা গ্রুপের সদস্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং ভেনেজুয়েলার স্বঘোষিত প্রেসিডেন্ট হুয়ান গুইদোর বৈঠকের সময় এ নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়।

মাইক পেন্স বলেছেন, ভেনেজুয়েলায় মানুষের স্বাধীনতা ফিরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র গুইদোর পাশেই থাকবে। তিনি লিমা গ্রুপের দেশগুলোকে অবিলম্বে পিডিভিএসএ’র সম্পদ জব্দ করা এবং ভেনেজুয়েলার সম্পদের মালিকানা প্রেসিডেন্ট মাদুরো সমর্থকদের কব্জা থেকে গুইদোর ভবিষ্যৎ সরকারের কাছে স্থানান্তর করার আহ্বান জানিয়েছেন।

পেন্স আরো বলেন, আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার শাসকদের দুর্নীতিগ্রস্ত অর্থনৈতিক নেটওয়ার্কের ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে।