কোরীয় যুদ্ধ ‘অবসানে সম্মত হতে পারে’ যুক্তরাষ্ট্র, উত্তর কোরিয়া

যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া ১৯৫০-১৯৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধের অবসান ঘোষণা করতে সম্মত হতে পারে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Feb 2019, 05:22 AM
Updated : 25 Feb 2019, 05:28 AM

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের আসন্ন শীর্ষ বৈঠক থেকেই ঘোষণাটি আসতে পারে বলে জানিয়েছেন তারা, বার্তা সংস্থা ইয়োনহ্যাপের বরাতে এ খবর দিয়েছে রয়টার্স।

সোমবার সিউলে এক সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট দপ্তরের মুখপাত্র কিম উয়ি-কিয়ম ট্রাম্প-কিম শীর্ষ বৈঠকের আলোচ্যসূচীতে ‘কোরীয় যুদ্ধ অবসানের ঘোষণা’ আছে কি না প্রশ্নের জবাবে বলেন, “সম্ভাবনা আছে।”

হ্যানয়ে বুধবার ও বৃহস্পতিবার ওই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

আট মাস আগে সিঙ্গাপুরে ঐতিহাসিক এক বৈঠকে ট্রাম্প-কিম প্রথমবারের মতো মিলিত হয়েছিলেন। সেটি ছিল ক্ষমতাসীন কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে উত্তর কোরীয় কোনো নেতার প্রথম বৈঠক।

ওই বৈঠকে কোরীয় উপদ্বীপকে পুরোপুরি পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা।

অপরদিকে ১৯৫০-১৯৫৩ সালে সংঘটিত কোরীয় যুদ্ধ যুদ্ধবিরতির মাধ্যমে স্থগিত হলেও কোনো চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিক যুদ্ধ অবসানের ঘোষণা দেওয়া হয়নি। ফলে আনুষ্ঠানিকভাবে যুদ্ধরত পক্ষগুলো এখনও যুদ্ধের মধ্যেই আছে এবং তাদের মধ্যে শুধু যুদ্ধবিরতি চলছে।