সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সফল হল ইরান

হরমুজ প্রণালীতে নৌযুদ্ধের মহড়া চলাকালীন ইরান সাবমেরিন থেকে ক্রুইজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2019, 09:59 AM
Updated : 24 Feb 2019, 10:17 AM

যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনা চলার মধ্যেই ইরান এ পরীক্ষা চালালো বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, “মহড়ার তৃতীয় দিনে ইরানি নৌবাহিনীর গাদির-ক্লাশ সাবমেরিন থেকে সফলভাবে একটি ক্রুজ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।”

সামরিক বাহিনীর এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে আইআরএনএ জানিয়েছে, ইরানের অন্য সাবমেরিন তারেক ও নিজেদের তৈরি নতুন সাবমেরিন ফাতেহরও একই ধরনের জাহাজবিধ্বংসী ক্ষমতা রয়েছে। 

হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগরের বিশাল একটি অংশে বিস্তৃত তিন দিনের এই মহড়ায় ১০০টিরও বেশি জাহাজ অংশ নিচ্ছে বলে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।  

পারস্য উপসাগরের প্রবেশ পথে হরমুজ প্রণালীর অবস্থান। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ অয়েল শিপিং রুট।

যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা অনুসারে দেশটির তেল রপ্তানি বন্ধের চেষ্টা করে তাহলে এই প্রণালীটি বন্ধ করে দেওয়া হবে বলে হুমকি দিয়ে রেখেছে ইরান।