কলম্বিয়ার সীমান্তে ‘চৌকি ছাড়লো ভেনেজুয়েলার ৩ সৈন্য’

ভেনেজুয়েলার বিরোধীদলের নেতৃত্বে বিদেশি ত্রাণ দেশে ঢুকানোর উদ্যোগের মুখে দেশটির ন্যাশনাল গার্ডের তিন সৈন্য কলম্বিয়া সীমান্তের একটি পোস্ট ত্যাগ করেছে বলে খবর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 02:09 PM
Updated : 23 Feb 2019, 02:09 PM

শনিবার কলম্বিয়ার অভিবাসন সংস্থা এ কথা জানিয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।

পৃথক একটি ঘটনায় সীমান্ত অতিক্রম করে ভেনেজুয়েলা থেকে কলম্বিয়ায় যাওয়ার চেষ্টারত এক দল লোককে লক্ষ্য করে সৈন্যরা কাঁদুনে গ্যাস নিক্ষেপ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

বিদেশ থেকে আসা মানবিক ত্রাণ প্রবেশ নিয়ে সরকার ও বিরোধীদলের দ্বন্দ্বের কারণে ভেনেজুয়েলায় চরম উত্তেজনা বিরাজ করছে।  

ইতোমধ্যে ব্রাজিল সীমান্তে সৈন্যদের গুলিতে দুই জন নিহত হয়েছেন।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, লোকজন ভেনেজুয়েলা-কলম্বিয়া সীমান্ত অতিক্রমের চেষ্টায় ব্যারিকেডের ওপর দিয়ে লাফিয়ে পড়ে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ‘কলম্বিয়ার কাজের উদ্দেশ্যে ‍যাওয়ার চেষ্টারত’ এসব লোকজনের ওপর বলপ্রয়োগের নিন্দা করেছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় আইনপ্রণেতারা। 

দেশটির স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট হুয়ান গুইদো ত্রাণবাহী ট্রাকগুলোকে দেশে প্রবেশ করার অনুমতি দিতে সামরিক বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে তাদের ‘জনগণের পক্ষ’ নিতে বলেছেন।