জাতিসংঘের দূত হিসেবে কেলি ক্রাফটকে বেছে নিলেন ট্রাম্প

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে কানাডায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফটকে মনোনীত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2019, 09:06 AM
Updated : 23 Feb 2019, 09:39 AM

শুক্রবার এক টুইটে নিজের এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

জাতিসংঘষে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি গত অক্টোবরে পদত্যাগ করার পর বছরের শেষ দিকে পদ থেকে সরে দাঁড়ান। হ্যালির পদত্যাগের পর চার মাস ধরে বাছবিচারের পর ক্রাফটকে বেছে নিলেন ট্রাম্প।

ক্রাফট কেনটাকি অঙ্গরাজ্যের একজন শীর্ষস্থানীয় রিপাবলিকান ডোনার। কেনটাকির আরেক রিপাবলিকান সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা মিচ ম্যাককোনেলের সুপারিশের পর চলতি সপ্তাহে জাতিসংঘের দূতের পদটির জন্য ক্রাফট নাম সামনে চলে আসে।

ট্রাম্প এই পদের মর্যাদা হ্রাস করার সিদ্ধান্ত নেওয়ায় ক্রাফট হ্যালির মতো মন্ত্রিপরিষদ স্তরের মর্যাদা পাবেন না বলে জানিয়েছেন হোয়াইট হাউসের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।

ট্রাম্পের এই মনোনয়ন যুক্তরাষ্ট্র সিনেটে নিশ্চিত হলেই ক্রাফট জাতিসংঘে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করবেন।

ক্রাফট শুক্রবার হোয়াইট হাউসের ওভাল দপ্তরে প্রেসিডেন্ট ট্রাম্প, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইল পম্পেও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক বোল্টনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বলে জানা গেছে।