পোল্যান্ডের কাছে ‘ইসরায়েলের ক্ষমা চাওয়া উচিত’

নিজের মন্তব্যের জন্য ইসরায়েলের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটসের পোল্যান্ডের কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পোল্যান্ডে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Feb 2019, 09:14 AM
Updated : 20 Feb 2019, 09:15 AM

ইসরায়েল ও পোল্যান্ডের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েন নিয়ে কথা বলতে গিয়ে বুধবার এ মন্তব্য করেন মার্কিন রাষ্ট্রদূত জর্জেট মসবাখার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।  

ইসরায়েল ও পোল্যান্ড, উভয় দেশকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে তাদের মধ্যে বাদানুবাদ হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী কাটস বলেছেন, “পোলিশরা মায়ের দুধের সঙ্গে ইহুদিবিদ্বেষও টেনে নেয়। অনেক পোলিশই নাৎসিদের সঙ্গে সহযোগিতা করেছে।”

কাটসের এ মন্তব্যের পর জেরুজালেমের এক সম্মেলন থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের জন্য ইসরায়েলকে ক্ষমা চাইতে বলেছে পোল্যান্ড।