কাশ্মীরে পুলওয়ামা হামলার হোতা কামরান নিহত

ভারতশাসিত কাশ্মীরে ভারতীয় নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রায় ১৭ ঘন্টা গুলির লড়াই শেষে নিহত হয়েছেন পুলওয়ামায় গাড়িবোমা হামলার মূল হোতা ও জঙ্গিগোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদের কমান্ডার কামরান।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 05:04 PM
Updated : 18 Feb 2019, 06:24 PM

বৃহস্পতিবারের গাড়িবোমা হামলার স্থান থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই সেনা-জঙ্গি সংঘর্ষে কামরান নিহত হন। এর মধ্যে দিয়ে ভারতীয় বাহিনী বড় ধরনের সাফল্য পেল বলেই জানিয়েছে এনডিটিভি।

পুলওয়ামার পিংলান গ্রামে একটি বাড়িতে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে রোববার রাত থেকেই শুরু হয়েছিল তল্লাশি। সেসময়ই জঙ্গিরা সেনাদের ওপরে গুলি চালাতে শুরু করে। জঙ্গিদের গুলিতে নিহত হন এক মেজরসহ তিন সেনা কর্মী।

অন্যদিকে, বন্দুকযুদ্ধে  সকালের দিকেই নিহত হন পুলওয়ামা হামলার হোতা কামরান। একইসঙ্গে হিলাল নামে আরও এক জইশ জঙ্গির মৃত্যু হয়। এক স্থানীয় বাসিন্দাও মারা যান। তখনও এক জঙ্গি লুকিয়ে থাকায় বন্দুকযুদ্ধ চলছিল। সন্ধ্যার দিকে ওই জঙ্গিকেও হত্যার পর শেষ হয় লড়াই।

জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে,  কামরানই ছিলেন গত বৃহস্পতিবারে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এর গাড়িবহরে বোমা হামলার মূল হোতা। সেনারা সোমবার হামলায় জড়িতদের খুঁজতে পুলওয়ামায় অভিযান চালাতে যায়। সেখানেও সেনাদের ওপর জঙ্গিদের হামলার নেতৃত্বে ছিলেন কামরান।