আইএস যোদ্ধা ফেরানোর ট্রাম্পের আহ্বানে ফ্রান্সের ‘না’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্র দেশগুলোকে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের সিরিয়া থেকে ফিরিয়ে নিয়ে বিচার করার যে আহ্বান জানিয়েছেন তার প্রেক্ষিতে ফ্রান্স আপাতত কোনো পদক্ষেপ নেবে না বলেই জানিয়েছে।

>>রয়টার্স
Published : 18 Feb 2019, 12:48 PM
Updated : 18 Feb 2019, 12:48 PM

শনিবার রাতে এক টুইটে ট্রাম্প ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় মিত্রদেশগুলোকে সিরিয়ায় আইএস বিরোধী শেষ লড়াইয়ে ধরা পড়া ৮ শতাধিক যোদ্ধাকে ফেরত নেওয়ার এ আহ্বান জানিয়ে বলেন, “ইসলামিক খিলাফতের পতন প্রায় হয়ে এসেছে। এসব যোদ্ধাকে ছেড়ে দিতে হলে তা ভাল ব্যাপার হবে না।”

আইএস এর পতনের এ অন্তিম মূহূর্তে ৮ শতাধিক যোদ্ধা ইউরোপের দেশগুলোতে চলে যেতে পারে বলেও ট্রাম্প সতর্ক করেন।

কিন্তু ফ্রান্সের বিচারমন্ত্রী সোমবার টেলিভিশনে এক বক্তব্যে জানিয়েছেন, এ মুহূর্তে ফ্রান্স নীতি বদলাবে না। ট্রাম্পের দাবি মেনে কাজও করবে না।

ফ্রান্স সরকারের নীতিতে যোদ্ধা এবং তার স্ত্রীদের ফিরিয়ে নেওয়ার নিয়ম নেই। ফ্রান্স তাদেরকে দেশের শত্রু বলেই গণ্য করে এবং সিরিয়া ও ইরাকে তাদের বিচার হওয়া উচিত বলে মনে করে।

তবে যুক্তরাষ্ট্র সিরিয়া থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসতে থাকায় ফ্রান্স মার্কিন-সমর্থিত কুর্দি বাহিনীর হাতে থাকা কয়েক ডজন ফরাসি জিহাদিকে ফিরিয়ে নিতে প্রস্তুত থাকতে বাধ্য হচ্ছে বলে গত জানুয়ারিতে স্বীকার করেছিলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী।

সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের হাতে আটক আছে প্রায় ১৫০ ফরাসি নাগরিক।

ফান্সের মতো জার্মানিও ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে আইএস যোদ্ধাদের ফিরিয়ে নিতে অনীহা প্রকাশ করেছে।