পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৪ সৈন্য নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর চৌকিতে বন্দুকধারীদের হামলায় আধাসামরিক বাহিনীর চার সৈন্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2019, 08:54 AM
Updated : 18 Feb 2019, 09:36 AM

রোববার পাঞ্জগুর জেলায় হামলার এ ঘটনাটি ঘটেছে বলে সোমবার জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সফর উপলক্ষ্যে পাকিস্তানজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই হামলার এ ঘটনাটি ঘটে।

পাকিস্তানের আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কোরের মুখপাত্র খান ওয়াসি রয়টার্সকে বলেছেন, “ওই চার জনের শরীরে অনেকগুলো গুলি লেগেছে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে।”

কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। কিন্তু হামলার ধরন দেখে এটি বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের কাজ বলে ধারণা করা হচ্ছে।

কয়েক দশক ধরেই পাকিস্তান সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীরা। তবে এ লড়াই কখনোই জোরালো কোনো রূপ নেয়নি।

বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, পাকিস্তানের ধনী প্রদেশগুলো খনি সমৃদ্ধ বেলুচিস্তানের গ্যাস ও অন্যান্য খনিজ সম্পদ অন্যায়ভাবে শোষণ করে বেলুচিস্তানকে পাকিস্তানের সবচেয়ে গরিব প্রদেশ বানিয়ে রেখেছে।

ভারত বেলুচিস্তানের বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিচ্ছে বলে অভিযোগ পাকিস্তানের। অপরদিকে ভারত অভিযোগ অস্বীকার করে আসছে।