ভেনেজুয়েলার বিরোধী নেতাকে প্রেসিডেন্টের ‘স্বীকৃতি’ ট্রাম্পের

লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বামপন্থি সরকারের বিরুদ্ধে বিক্ষোভকারীদের নেতা হুয়ান গুইদোকে দেশটির প্রেসিডেন্টের ‘স্বীকৃতি’ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Jan 2019, 07:50 PM
Updated : 24 Jan 2019, 05:20 AM

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে সড়কে লাখো মানুষের বিক্ষোভের মধ্যে বুধবার ট্রাম্পের এই ঘোষণা এল।

মাদুরো ভেনেজুয়েলার প্রয়াত প্রেসিডেন্ট উগো চাবেসের উত্তরসূরি। বামপন্থি চাবেস প্রেসিডেন্ট থাকাকালে বিভিন্ন সময় তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন।

বিবিসি জানায়, বুধবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিক্ষোভের মধ্যে বিরোধী নেতা গুইদো নিজেকে দেশের অস্থায়ী নেতা হিসেবে ঘোষণা দেন।

এরপরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে মাদুরো সরকারকে ‘অবৈধ’ আখ্যায়িত করে গুইদোকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভের ডাক দেওয়া গুইদো দেশটির পার্লামেন্টের প্রধানের দায়িত্বে রয়েছেন। তিনি সশস্ত্র বাহিনীকে সরকারের নির্দেশ অমান্য করার আহ্বান জানিয়েছেন। 

এই মাসেই ভেনেজুয়েলায় সাধারণ নির্বাচনে জিতে দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নেন মাদুরো। তবে বিরোধীরা নির্বাচনে কারচুপির অভিযোগ তুলেছে।

মাদুরোর শাসনাধীনে ভেনেজুয়েলা অর্থনৈতিকভাবে দুর্দশায় পড়েছে; ফলে তার বিরুদ্ধে জনবিক্ষোভ দেখা দিয়েছে।

বিক্ষোভকারীদের দাবি, রাতভর বিক্ষোভের মধ্যে তাদের চার সঙ্গীকে হত্যা করা হয়েছে।