
সেনাবাহিনীতে ট্রাম্পের হিজড়া নিষিদ্ধ নীতিতে আদালতের সায়
>> রয়টার্স
Published: 22 Jan 2019 11:28 PM BdST Updated: 23 Jan 2019 12:44 AM BdST
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেনাবাহিনী থেকে হিজড়া সদস্যদের বের করে দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছেন তা কার্যকর করার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৭ সালে এক টুইটে ট্রাম্প সেনাবাহিনীতে হিজড়া সদস্যদের আর ‘গ্রহণ করা বা রাখা হবে না’ বলে ঘোষণা দেন।
তখন তিনি বলেছিলেন, হিজড়া সদস্যদের কারণে সেনাবাহিনীকে ‘বিপুল পরিমাণ চিকিৎসা খরচ বহন করতে হয়’ এবং তাদের কারণে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হয়।
প্রেসিডেন্টের ওই আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে কয়েকটি নিম্ন আদালত স্থাগিতাদেশ জারি করে।
ট্রাম্প প্রশাসন নিম্ন আদালতের স্থগিতাদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যায় এবং ওই স্থগিতাদেশ তুলে নেওয়ার আবেদন করে।
ওই আবেদনের ভিত্তিতে মঙ্গলবার সুপ্রিম কোর্টে ৫-৪ ভোটে ট্রাম্প নিষেধাজ্ঞা কার্যকর করার অনুমতি পান বলে জানায় বিবিসি।
ট্রাম্পের নীতিতে ‘যেসব সেনা সদস্য লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করেছেন বা করতে হবে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার’ কথা বলা হয়েছে।
ট্রাম্পের হিজড়া নিষিদ্ধের নীতি পূর্বসূরি বারাক ওবামা প্রশাসনের বিপরীত। ওবামা প্রশাসন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে হিজড়াদের সরাসরি কাজ করার সুযোগ দিয়েছিলেন। এমনকি তাদের ‘লিঙ্গ পরিবর্তন’ অস্ত্রোপচারের সময় ব্যয় বহনে সেনাবাহিনী থেকে তহবিল পাওয়ার ব্যবস্থাও করেছিলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তরের তথ্যানুযায়ী, দেশটির সেনাবাহিনীতে বর্তমানে ৮ হাজার ৯৮০ জন হিজড়া সদস্য দায়িত্বে আছেন।
ট্রাম্প প্রশাসনের দাবি, লিঙ্গ পরিবর্তনজনিত স্বাস্থ্য সেবায় সেনাবাহিনীতে প্রতিবছর ২৪ লাখ থেকে ৮৪ লাখ মার্কিন ডলার ব্যয় হয়।
যদিও প্রতিরক্ষা অধিদপ্তরের ২০১৭ সালের তথ্যানুযায়ী, ওই খরচ ২২ লাখের বেশি নয়।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- ২১০০ পাকিস্তানি বন্দিকে মুক্তির নির্দেশ সৌদি যুবরাজের
- কাশ্মীরে পুলওয়ামা হামলার হোতা কামরান নিহত
- ভাঙছে ব্রিটিশ রাজপরিবার, আলাদা হচ্ছেন প্রিন্স উইলিয়াম-হ্যারি
- আইএস যোদ্ধা ফেরানোর ট্রাম্পের আহ্বানে ফ্রান্সের ‘না’
- লেবার পার্টিতে ভাঙন, ৭ এমপির দলত্যাগ
- উত্তেজনার মুখে ভারত থেকে দূতকে ডেকে নিল পাকিস্তান
- পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ৪ সৈন্য নিহত
সর্বাধিক পঠিত
- কাশ্মীরের পুলওয়ামায় বন্দুকযুদ্ধে নিহত ৯
- মাহমুদুলের সেঞ্চুরিতে বাংলাদেশের দারুণ জয়
- ছেলে সন্তানের জন্ম দিলেন আইএসের শামীমা বেগম
- অবশেষে হচ্ছে বিপিএলের বাইরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট
- ৫ সেঞ্চুরিতেও আশরাফুলের ১৫ লাখ যে কারণে
- স্মিথের সেঞ্চুরিতে বাংলাদেশের সামনে বড় লক্ষ্য
- আরও ৩টি ব্যাংক অনুমোদন
- মাহমুদউল্লাহ-বোল্টের শাস্তি
- ঢাকা প্রিমিয়ার লিগে কে কোন দলে
- ‘বদিকে দিয়ে মাদক, শাজাহান খানকে দিয়ে দুর্ঘটনা রোধ সম্ভব?’