আফগানিস্তানে গাড়ি বোমা হামলায় নিহত ৮

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় লোগার প্রদেশে গভর্নরের গাড়িবহরে বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ৮ সদস্য নিহত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 10:22 AM
Updated : 20 Jan 2019, 10:22 AM

রোববার সকালে রাজধানী কাবুল ও লোগারের মধ্যবর্তী একটি মহাসড়কে এ গাড়িবোমা হামলা হয়।

হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা হতাহত হলেও লোগারের প্রাদেশিক প্রধানের গায়ে আঁচড় লাগেনি বলেও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লোগারের প্রাদেশিক পুলিশের মুখপাত্র শাহপুর আহমদজাই জানান, হামলাকারীরা গভর্নরের গাড়িবহরের কাছে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি উড়িয়ে দিলে হতাহতের ঘটনা ঘটে।

“দুর্ভাগ্যজনকভাবে আরও ১০ জন আহত হয়েছেন; হতাহতের সংখ্যা বাড়তে পারে,” বলেছেন তিনি।

হামলার সময় গাড়িবহরে আফগানিস্তানের গোয়েন্দা সংস্থার প্রাদেশিক প্রধান থাকলেও তিনি অক্ষত আছেন, বলেন শাহপুর।

তালেবানরা এ গাড়িবোমা হামলার দায় স্বীকার করেছে।

সশস্ত্র এ গোষ্ঠীটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, রোববার সকালের বোমা হামলায় আফগান বিশেষ নিরাপত্তা বাহিনীর ‘অসংখ্য’ সদস্য হতাহত হয়েছেন।

কাবুলের ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত লোগানকে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে বিবেচনা করা হয়।

প্রদেশটির বেশিরভাগ অংশে তালেবানদের সক্রিয় উপস্থিতি একে সরকারি বাহিনীর সদস্যদের জন্য বিপজ্জনক স্থানে পরিণত করেছে বলেও জানিয়েছে রয়টার্স।