নর্দার্ন আয়ারল্যান্ডে আদালতের বাইরে গাড়িবোমার বিস্ফোরণ

নর্দার্ন আয়ারল্যান্ডের লন্ডনডেরি শহরের আদালত ভবনের বাইরে একটি গাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Jan 2019, 08:07 AM
Updated : 20 Jan 2019, 08:07 AM

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটের দিকে শহরের বিশপ স্ট্রিটে বোমাটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের কিছু সময় আগে পুলিশ এ বিষয়ে একটি সতর্কবার্তাও পেয়েছিল বলে বিবিসি জানিয়েছে।

কর্মকর্তারা একটি হোটেল ও আশপাশের ভবন থেকে মানুষজনকে সরিয়ে নেওয়ার সময়ই বোমাটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থলেই ছিলেন, জানিয়েছে বিবিসি।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও ধারণা করা হচ্ছে। পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখেছে।

স্থানীয় রাজনীতিকরা বলছেন, আদালত ভবনের বাইরে যে গাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে, ঘটনার কিছুক্ষণ আছে সেটি ডেরি এলাকা থেকে ছিনতাই হয়েছিল।

“রাস্তার মাঝখানে এখনো গাড়িটির ধ্বংসাবশেষ পুড়তে দেখা যেতে পারে। ঘটনাস্থলের চারপাশে কর্ডন দেয়া হয়েছে; পুলিশ বিশপ স্ট্রিটের অন্যান্য ভবন থেকেও লোকজনকে সরিয়ে নিচ্ছে,” ঘটনার এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে এমনটাই জানিয়েছেন। 

ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে পুলিশ সার্ভিস অব নর্দার্ন আয়ারল্যান্ড (পিএসএনআই) বলেছে, “ঘটনায় কেউ আহত হয়নি বলেই এখন পর্যন্ত জানা গেছে।”

ওই এলাকার ‘আরেকটি গাড়ি’র ব্যাপারেও সতর্ক করেছে তারা। পুলিশ এলাকাটির বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়ার প্রস্তুতি নিতেও অনুরোধ করেছে।

স্থানীয় বাসিন্দা গ্রেগ ম্যাকলাফলিন জানান, বিস্ফোরণের প্রচণ্ড শক্তি তার বাড়ির জানালাকে কাঁপিয়ে দিয়েছিল।

নর্দার্ন আয়ারল্যান্ডের সেক্রেটারি কারেন ব্র্যাডলি জানান, তিনি লন্ডনডেরি থেকে আসা বিস্ফোরণের সংবাদে উদ্বিগ্ন।

পিএসএনআই থেকে নিয়মিত খবরাখবর পাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি।

নর্দার্ন আয়ারল্যান্ডের প্রভাবশালী রাজনৈতিক দল সিন ফেইনের সাংসদ এলিশা ম্যাককলিন বলেছেন, এ বিস্ফোরণ স্থানীয়দের ‘স্তম্ভিত করে দিয়েছে’।

আয়ারল্যান্ডের উপপ্রধানমন্ত্রী সিমন কভেনে লন্ডনডেরিতে বোমা বিস্ফোরণের ঘটনায় নিন্দা জানিয়েছেন।

“নর্দার্ন আয়ারল্যান্ডকে ফের সহিংসতা ও সংঘর্ষের দিকে নিয়ে যেতে চাওয়া এ ধরনের সন্ত্রাসী কার্যক্রমের কোনো স্থান বা সমর্থন থাকতে পারে না,” টুইটে বলেছেন তিনি।