আদর করে পোষা প্রাণীই কেড়ে নিল প্রাণ!

ইন্দোনেশিয়ায় এক নারীর প্রাণ কেড়ে নিয়েছে তারই পোষা এক কুমির। ডেজি টুও নামের এ নারী সুলাবেসি দ্বীপের মিনাহাসাতে একটি ফার্মের গবেষণাগারের প্রধান ছিলেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Jan 2019, 01:19 PM
Updated : 17 Jan 2019, 06:25 PM

বিবিসি জানায়, ঘটনাটি ঘটেছে গত ১০ জানুয়ারি। কুমিরটিকে খাওয়ানোর সময় খুব সম্ভবত ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছিলেন টুও। ৭ শ’ কেজি ওজনের মেরি নামের ওই কুমিরটি টুও’র একটি হাত এবং শরীরের বেশির ভাগ অংশই খেয়ে ফেলেছিল। টুও’র সহকর্মীরা পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার করে।

খবরে বলা হয়েছে, ফার্মে কুমিরটিকে বেআইনিভাবে রাখা হয়েছিল। হামলার ঘটনার পর এখন এটিকে একটি সংরক্ষণাগারে রাখা হবে।

ইন্দোনেশীয় দ্বীপপুঞ্জ বন্যপ্রাণীসহ নানা প্রজাতির কুমিরের বিচরণক্ষেত্র। এ দ্বীপপুঞ্জেরই পূর্বাঞ্চলের রাজা আম্পত দ্বীপে ২০১৬ সালের এপ্রিলে কুমিরের হামলায় মৃত্যু হয়েছিল এক রুশ পর্যটকের।