আফগানিস্তানে থানায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫

আফগানিস্তানের একটি থানায় বন্দুকধারীদের হামলার পর পুলিশ ও বন্দুকধারীদের মধ্যে সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Jan 2019, 06:11 AM
Updated : 13 Jan 2019, 06:16 AM

শনিবার পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

হেরাত প্রদেশের গভর্নরের মুখপাত্র জিলানি ফারহাদ জানিয়েছেন, দুই বন্দুকধারী থানা ভবনে হামলা চালিয়ে তিন পুলিশ, এক বেসামরিক ও একটি শিশুকে হত্যা করে।

হামলাকারীরা নিহত হওয়ার আগে তাদের সঙ্গে সংঘর্ষে আরও চার পুলিশ আহত হন।

ঘটনাস্থল থেকে বিস্ফোরক ভরা একটি গাড়ি জব্দ করেছে আফগান ন্যাশনাল সিকিউরিটি ফোর্সেস এর সদস্যরা। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো জঙ্গিগোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

এর মাত্র দুই দিন আগে তালেবান বিদ্রোহীরা দেশটির চারটি প্রদেশের বেশ কয়েকটি তল্লাশি চৌকিতে ধারাবাহিক হামলা চালিয়ে নিরাপত্তা বাহিনী ও সরকারপন্থি মিলিশিয়া বাহিনীর ৩২ সদস্যকে হত্যা করেছিল।

চলতি শীতে তালেবান হামলায় আফগানিস্তানের সরকারি বাহিনী ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। অপরদিকে সরকারি বাহিনীগুলোকে সঙ্গে নিয়ে মিত্র যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিমান হামলা চালিয়ে তালেবানের বেশ কয়েকজন ফিল্ড কমান্ডারকে হত্যা করেছে।