ইয়েমেনে হুতিদের ড্রোন হামলায় ৬ সেনা নিহত

ইয়েমেনে একটি সামরিক ঘাঁটিতে হুতি বিদ্রোহীদের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় ৬ সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2019, 06:40 PM
Updated : 10 Jan 2019, 06:40 PM

বিবিসি জানায়, দক্ষিণাঞ্চলীয় লাজ প্রদেশে আল-আনাদ এলাকার ওই ঘাঁটিতে সামরিক প্যারেড চলার সময় বিস্ফোরক ভর্তি একটি ড্রোন বিস্ফোরণ ঘটে। ওই সময় উচ্চ-পর্যায়ের সামরিক ও সরকারি কর্মকর্তারা প্যারেড দেখছিলেন।

চিকিৎসকরা বলেছেন, আহতদের মধ্যে রয়েছেন সামরিক বাহিনীর উপ-প্রধান কর্মকর্তা জেনারেল সালেহ আল-জিন্দানি এবং লাজ প্রদেশের গভর্নর আহমেদ আল-তুর্কি।

ইয়েমেন সরকারকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের কর্মকর্তাদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে হুতি পরিচালিত একটি টিভি চ্যানেল।

এ হামলার ঘটনায় ইয়েমেনে সদ্য শুরু হওয়া জাতিসংঘের শান্তি প্রচেষ্টা ফের মুখ থুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

কয়েকমাসের কূটনৈতিক প্রচেষ্টা এবং পশ্চিমা দেশগুলোর চাপের মুখে সুইডেনে শান্তি আলোচনার মধ্য দিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহী এবং সৌদি-সমর্থিত সরকার গত ডিসেম্বরে লড়াই বন্ধ করা এবং সেনা প্রত্যাহার করে নিতে রাজি হয়েছিল।