সংসার ভাঙছে বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের

শীর্ষ ধনী হিসাবে বিশ্বে স্থান করে নেওয়া অ্যামাজন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেফ বেজোসের সংসার ভাঙছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2019, 06:58 PM
Updated : 9 Jan 2019, 06:58 PM

২৫ বছর সংসারের পর এবার স্ত্রী ম্যাকেনজির সঙ্গে বিচ্ছেদ হতে চলেছে বেজোসের। বুধবার টুইটারে বিবাহ বিচ্ছেদের কথা জানিয়েছেন দুইজনই।

অনেকদিন ধরেই আলাদা থাকার পর এখন তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন এবং দুজনই জীবনটা বন্ধুর মত করে কাটাতে চান বলে এক বিবৃতিতে জানিয়েছেন।

১৯৯৩ সালে বিয়ে করেছিলেন ম্যাকেনজি-বেজোস। এর এক বছর পরেই বেজোস অ্যামাজন প্রতিষ্ঠা করেন। তখন থেকেই কোম্পানিটি বিশ্বের সেরা ই-কমার্স প্রতিষ্ঠান হয়ে ওঠে।

ব্লুমবার্গের কোটিপতি সূচকে, ৫৪ বছর বয়সী জেফ বেজোসের সম্পদের পরিমাণ বর্তমানে ১৩ হাজার ৭শ’ কোটি ডলার।