জার্মানিতে দুর্বৃত্তদের হামলায় আহত এএফডি নেতা

জার্মানির চরম ডান-পন্থি দল অলটার্নেটিভ ফর জার্মানির (এএফডি) এমপি ফ্রাংক মাগনিৎস দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহতহয়েছেন ৷

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2019, 02:58 PM
Updated : 8 Jan 2019, 02:58 PM

সোমবার উত্তরপশ্চিমের নগরী ব্রেমেনের সভাপতি ফ্রাংক মাগনিৎসের ওপর তিনজন হামলা চালায়।

তারা কাঠ দিয়ে পিটিয়ে ম্যাগনিৎসকে অজ্ঞান করে ফেলে। তার মাথায় লাথিও মারা হয়েছে।  পরে একজন নির্মাণ শ্রমিক তার সাহায্যে এগিয়ে আসেন।

পুলিশের ধারণা, এ হমলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। পুলিশ সাহায্যে এগিয়ে যাওয়া নির্মাণ শ্রমিকের প্রশংসা করেছেন।

জার্মান সংসদের নিম্নকক্ষের সদস্য ৬৬ বছর বয়সী এএএফডি নেতা। ব্রেমেন নগরীতে একটি আর্ট মিউজিয়ামে নতুন বছরের অনুষ্ঠান শেষে ফেরার পথে ম্যাগনিৎস ওই হামলার শিকার হন।

এএফডি’র পক্ষ থেকে টুইটারে আহত ম্যাগনিৎসের ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে হাসপাতালের বিছানায় তাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখা গেছে। কপালের আঘাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে এবং ডান চোখ ফুলে কালশিরা পড়ে গেছে।

এর আগে গত সপ্তাহে জার্মানির ড্যোবেলন শহরে এএফডি’র কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।