আল্পসে ভারী তুষারপাতে ৭ জনের মৃত্যু

আল্পস পর্বতমালায় কয়েক দিনের ভারী তুষারপাতের মধ্যে নানা দুর্ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2019, 04:52 PM
Updated : 7 Jan 2019, 04:52 PM

আল্পসের অস্ট্রিয়া, জার্মানি ও ইতালি অংশে তুষার ধসের ঝুঁকির আশঙ্কা প্রকাশ করে বরফে ‘স্কি’ করতে যাওয়া লোকজনকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

অস্ট্রিয়ায় দুইস্থানে পৃথক তুষার ধসে স্কি করতে আসা দুই জার্মান নাগরিক মারা গেছেন। বাভারিয়ায় একটি গাছের নিচে চাপা পড়ে আরেক স্কি খেলোয়াড় প্রাণ হারিয়েছেন।

ইতালির আল্পস অংশে দুই পর্বতারোহীর মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা তাদের মৃতদেহ খুঁজে  পান বলে জানায় বিবিসি।

এছড়াও, আলপাসের বিভিন্ন অংশে আরও কয়েকজনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে উদ্ধাকারী কয়েকটি দল।