মালয়েশিয়ার রাজার পদত্যাগ

মালয়েশিয়ার রাজা সুলতান মোহাম্মদ পঞ্চম আকস্মিকভাবে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মেয়াদ শেষের আগে সরে যাওয়ার ঘোষণা দেওয়া প্রথম মালয়েশীয় রাজা তিনি।

>>রয়টার্স
Published : 6 Jan 2019, 05:16 PM
Updated : 7 Jan 2019, 03:59 AM

মালয়েশিয়ার ন্যাশনাল প্যালেস রাজার সরে যাওয়ার কোনো কারণ জানায়নি। তবে বিষয়টি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে বলে জানিয়েছে।

রুশ সুন্দরী সাবেক ‘মিস মস্কো’র সঙ্গে রাজা সুলতানের প্রেম-বিয়ের খবর নিয়ে জোর গুঞ্জনের মধ্যে তার পদ ছাড়ার ঘটনা ঘটল।

নভেম্বরে চিকিৎসা ছুটিতে গিয়েছিলেন সুলতান। এর পরই রাশিয়ার রাজধানীতে সাবেক মিস মস্কোর সঙ্গে তার বিয়ের ছবি প্রকাশ্যে আসে।

কিন্তু কর্মকর্তারা এ সম্পর্কে কোনো মন্তব্য করেননি কিংবা সুলতানের স্বাস্থ্য নিয়েও বিস্তারিত কিছু জানান নি।

রাজপ্রাসাদ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, “জনগণ সহনশীল, ঐক্যবদ্ধ থাকবে এবং কাঁধে কাঁধ মিলিয়ে দায়িত্ব পালনের মাধ্যমে মালয়েশিয়ার সার্বভৌমত্ব, শান্তি ও সংহতি বজায় রাখবে বলে আশা প্রকাশ করেছেন রাজা।”

এতে আরো বলা হয়, ২০১৬ সালের ডিসেম্বরে রাজা সিংহাসনে আরোহণ করেন, তিনি তার নিজ রাজ্য কেলান্তানে ফিরে যেতে প্রস্তুত।

দেশ পরিচালনায় সহায়তা করার জন্য প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ক্ষমতাসীন সরকারের প্রতিও রাজা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিবৃতিতে।