এসএমএসে বিবাহ বিচ্ছেদের বার্তা পাবেন সৌদি নারীরা

সৌদি আরবের নারীরা এখন থেকে মোবাইল ফোনে তাদের বিবাহ বিচ্ছেদ কার্যকরের খবর জানতে পারবেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 09:41 AM
Updated : 6 Jan 2019, 09:41 AM

দেশটিতে আগে স্ত্রীকে না জানিয়েই স্বামীরা তাদের বিয়ে ভেঙে দিতে পারতেন। নতুন এ আইনের ফলে ওই ধরনের ‘গোপন তালাকের’ সুযোগ বন্ধ হবে।

রোববার থেকে আইনটি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

এতে বিবাহ বিচ্ছেদের আবেদন অনুমোদিত হওয়ার পরপরই নারীদের মোবাইলে খুদে বার্তায় তা জানিয়ে দেয়ার বিধান রাখা হয়েছে।

নতুন এই নির্দেশনায় নারীরা তাদের বৈবাহিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন এবং বিয়ের পরবর্তী খোরপোশের অধিকার রক্ষা করতে পারবেন।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সংস্কার কর্মসূচির অংশ হিসেবেই নতুন এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মোহাম্মদের প্রশাসন এর আগে নারীদের মাঠে গিয়ে ফুটবল খেলা দেখার সুযোগ ও পুরুষদের জন্য সংরক্ষিত চাকরিতে সুযোগ তৈরি করে দেয়।

কট্টর রক্ষণশীল সৌদি আরবের এসব পদক্ষেপ মানবাধিকার সংগঠনগুলোর প্রশংসা কুড়িয়েছে। গত বছর দেশটি নারীদের গাড়ি চালানোরও অধিকার দেয়।

তবে দেশটির নারীদের এখনো পুরুষ অভিভাবকদের তত্ত্বাবধানেই থাকতে হয়।

এসএমএসের মাধ্যমে বিচ্ছেদের খবর জানার এ আইন নারীদের অধিকার রক্ষায় ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন আইনজীবী নাসরিন আল-গামদি।

“পাশাপাশি বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারও রোধ হবে,” ব্লুমবার্গ ম্যাগাজিনকে এমনটাই বলেছেন এ সৌদি নারী।