মিশরে গির্জার কাছে বোমা নিষ্ক্রিয়করণের সময় বিস্ফোরণ, পুলিশ নিহত

মিশরে কপটিক খ্রিস্টানদের একটি গির্জার বাইরে বোমা নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 06:50 AM
Updated : 6 Jan 2019, 07:47 AM

মুসতাফা আবিদ নামের ওই পুলিশ সদস্য মাইন সরানোর কাজে বিশেষজ্ঞ ছিলেন।

কপটিক খ্রিস্টানদের বড়দিন উৎসবের দুইদিন আগে শনিবারের এ ঘটনায় আরও দুই পুলিশ কর্মকর্তা ও সাধারণ এক পথচারীও আহত হয়েছে।

কপটিক অনুসারীদের ওই গির্জাটি রাজধানী কায়রোর বাইরে নাসর শহরে অবস্থিত বলে বিবিসি জানিয়েছে। ‍

গির্জার পাশের একটি ভবনের ছাদে ব্যাগের মধ্যে দুটি বোমা লুকানো ছিল, যার একটি বিস্ফোরিত হয়ে আবিদ নিহত হন।

কোনো গোষ্ঠীই তাৎক্ষণিকভাবে বিস্ফোরকগুলো রাখার কথা স্বীকার করেনি। সাম্প্রতিক বছরগুলোতে কপটিক খ্রিস্টানদের ওপর উগ্র জঙ্গিদের একের পর এক হামলার কারণে এ ঘটনার জন্য তাদেরই সন্দেহ করা হচ্ছে।

মিশরের মোট জনসংখ্যার ১০ শতাংশ কপটিক অনুসারী। দেশটির বর্তমান প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি নিজেকে কপটিকদের ‘রক্ষাকর্তা’ হিসেবে দাবি করলেও তার সরকার বৈষম্য করছে ও পর্যাপ্ত সুরক্ষা দিচ্ছে না বলেই অনেকের অভিযোগ।

রোববার রাজধানীর বাইরে কপটিকদের ‘ক্যাথেড্রাল অব ন্যাটিভিটি’ উদ্বোধনেরও কথা রয়েছে সিসির। উগ্রবাদীদের বিরুদ্ধে মিশরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানের খবরও নিয়মিত আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে।

কপটিক খ্রিস্টানদের গির্জায় হামলার সঙ্গে জড়িত ১৭ জনকে গত বছরের অক্টোবরে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। নভেম্বরে পুলিশের গুলিতে খ্রিস্টানদের ওপর হামলায় অভিযুক্ত ইসলামী জঙ্গি সংগঠনের ১৯ সদস্যও নিহত হয়েছে।