কিশোরী আইএস যোদ্ধা হত্যায় মার্কিন নৌ কমান্ডার অভিযুক্ত

মার্কিন নৌ বাহিনীর এক অভিজ্ঞ কমান্ডারের বিরুদ্ধে বোমা হামলায় আহত এক কিশোরীকে ছুরি মেরে হত্যার অভিযোগ আনা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Jan 2019, 08:49 AM
Updated : 5 Jan 2019, 08:49 AM

১৫ বছর বয়সী ওই কিশোরী মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধা ছিল বলে জানিয়েছেন মার্কিন কৌঁসুলিরা।

সান ডিয়েগোর নৌ-ঘাঁটিতে শুক্রবার অ্যাডওয়ার্ড গালাহারের বিরুদ্ধে নির্বিচারে বেসামরিক ইরাকি হত্যাসহ আরও বেশ কয়েকটি অপরাধের অভিযোগ আনা হয়েছে বলেও বিবিসি জানিয়েছে।

নেভি সিলের বিশেষ একটি বাহিনীর প্রধান হয়ে গালাহার ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মসুলে ছিলেন।

১৯ বছর ধরে নৌবাহিনীতে থাকা এ ঝানু স্নাইপার ও সামরিক চিকিৎসক সেখানেই এসব অপরাধ করেন বলে ভাষ্য সামরিক বাহিনীর তদন্ত কর্মকর্তাদের।

গালাহার তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বিচারপর্বে দোষী প্রমাণিত হলে তার যাবজ্জীবন সাজা হতে পারে বলে জানিয়েছে বিবিসি।

কৌঁসুলিরা বলছেন, গালাহারের সহকর্মীরাই তার অপকর্মের সাক্ষ্য দিয়েছেন। দায়িত্বে থাকা এ নেভি সিল চিফ প্রায়ই নির্বিচারে বেসামরিক ইরাকিদের দিকে গুলি ছুড়ত বলেও জানিয়েছে তারা।

এ ধরনের হত্যাকাণ্ড রুখতে সহকর্মীরা গালাহারের বন্দুকটিকে পরিকল্পিত উপায়ে একটু একটু করে নষ্ট করে সেটির কার্যকারিতাও কমিয়ে দিয়েছিলেন।

কমান্ডার যেন অহেতুক মানুষ না মারতে পারেন, সেজন্য তারা প্রায়শই আগে থেকে গুলি ছুড়ে বেসামরিকদের সতর্কও করে দিতেন।   

২০১৭ সালের মে মাসে মার্কিন বাহিনীর বিমান হামলায় আহত এক কিশোরী আইএস যোদ্ধাকে গালাহার ছুরি মেরে হত্যা করেন বলেও অভিযোগ কৌঁসুলিদের।

গালাহারের নেতৃত্বাধীন প্লাটুনই ১৫ বছর বয়সী ওই কিশোরীর চিকিৎসার দায়িত্বে ছিল।

মার্কিন নৌ বাহিনীর এ কমান্ডারের স্ত্রী আন্দ্রিয়া গালাহার তার স্বামীর বিরুদ্ধে হওয়া মামলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন।

গালাহারের এক আইনজীবীর দাবি, তার মক্কেলের ছুরিতে নয় বিমান হামলাতেই ওই আইএস কিশোরীর মৃত্যু হয়েছিল। সহযোদ্ধারা গালাহারের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলেও দাবি তার।

নৌ বাহিনীর কৌঁসুলি ক্রিস জাপলাক বলছেন, সন্ত্রাসীরা আমাদেরকে ‘দানব’ হিসেবে চিহ্নিত করতে যে ধরনের কাজের উদাহরণ দেয়, গালাহার ঠিক সেই রকম কাজগুলোই করেছেন।

“আইএস আমাদের সম্বন্ধে যে অপপ্রচারগুলো করে, তার কাজগুলো ছিল সে ধরনেরই,” বলেছেন তিনি।