এবার চীনও বানাল ‘মাদার অব অল বোম্বস’

যুক্তরাষ্ট্রের তৈরি সবচেয়ে বড় অপারমাণবিক বোমা ‘মাদার অফ অল বম্বস’ এর জবাবে এবার চীনও একইরকম শক্তিশালী দানব বোমা বানিয়ে ফেলেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Jan 2019, 06:53 PM
Updated : 4 Jan 2019, 07:05 PM

শুক্রবার চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। চীন এরই মধ্যে বোমাটি পরীক্ষাও করেছে। এইচ-৬কে বোমারু বিমান থেকে বোমাটি নিক্ষেপ করে এর সফল পরীক্ষা চালানো হয়।

ডিসেম্বরে চীনের বৃহৎ প্রতিরক্ষা সংস্থা ‘চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ গ্রুপ কর্পোরেশন লিমিটেড’ (নরিনকো) তাদের ওয়েবসাইটে বোমাটি পরীক্ষার ভিডিও প্রকাশ করেছে।

এতে দেখা গেছে, বোমা পড়ার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে আগুনের কুণ্ডলীতে ঢেকে গেছে চারদিক। এর মধ্য দিয়ে চীন এই প্রথম নতুন বোমার ধ্বংসাত্মক ক্ষমতা জনসম্মুখে দেখাল বলে জানিয়েছে সিনহুয়া বার্তা সংস্থা।

২০১৭ সালে আফগানিস্তানে জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে ‘মাদার অব অল বম্বস’ (এমওএবি/মোয়াব) ফেলেছিল  যুক্তরাষ্ট্র। এ বোমা তারই চৈনিক সংস্করণ বলে দাবি করেছে বেইজিং। এটিই এখন চীনের হাতে থাকা সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা।

চীনের পত্রিকা গ্লোবাল টাইমস-এ বোমাটির বর্ণনা দিয়ে সামরিক বিশেষজ্ঞ ওয়েই ডংজু বলেন, এ বোমার দৈর্ঘ্য প্রায় ৫-৬ মিটার। ওজন বেশ কয়েক টন। আকারে বড় হওয়ায় এইচ-৬কে বোমারু বিমান একবারে একটা বোমাই বহন করতে পারে।

শক্তিশালী এ বোমা একটা গোটা এলাকা গুঁড়িয়ে দিতে পারে। মুহূর্তের মধ্যে গোটা এলাকা নিশ্চিহ্ন করে দিয়ে  শত্রুপক্ষকে হতবিহ্বল করতেও সক্ষম বোমাটি। তবে যুক্তরাষ্ট্রের বোমার তুলনায় এ বোমা ওজনে হাল্কা বলে জানান ডংজু।