থাইল্যান্ডে ঝড়ে নিহত ১

গ্রীষ্মমণ্ডলীয় ঝড় পাবুক থাইল্যান্ডের দক্ষিণপূর্ব উপকূলে আঘাত হেনেছে।

>>রয়টার্স
Published : 4 Jan 2019, 10:12 AM
Updated : 4 Jan 2019, 10:12 AM

প্রচণ্ড ঝড়ো বাতাসের সঙ্গে ভারি বৃষ্টিপাতে উপকূলীয় এলাকায় গাছপাল ও বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে। ঝড়ের কারণে নাখোন সি থামারাত প্রদেশের পাক ফানাং জেলায় ভূমিধস হয়েছে।

শুক্রবার আঘাত হানা ঝড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

নিহত ব্যক্তি পাত্তানি প্রদেশের একজন জেলে। ঝড়ের মধ্যে তাদের মাছ ধরার নৌকা ডুব যায় বলে জানান দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের এক কর্মকর্তা।

প্রাকৃতিকভাবে তৈরি হওয়া রাবার বাগান সমৃদ্ধ থাইল্যান্ডের দক্ষিণের দ্বীপগুলো পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়।

বড়দিন ও নতুন বছরের আগমন উদযাপন করতে দ্বীপগুলোতে হাজার হাজার পর্যটক জড়ো হয়েছিলেন। ঝড়ের পূর্বাভাস পাওয়ার পর তারা দ্রুত দ্বীপ ছেড়েন বলে জানায় বিবিসি।

কোহ ফাংনান জেলা প্রশাসক বলেন, “আমার মনে হয় দ্বীপগুলোতে একজন পর্যটকও নেই।”

ঝড়ের কারণে বিমানবন্দর ও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

শুক্রবার বিকাল নাগাদ ঝড় কিছুটা দুর্বল হয়ে ধীর গতিতে সুরাত থানি প্রদেশের দিকে অগ্রসর হয়েছে বলে এক বিবৃতিতে জানায় দেশটির আবহাওয়া অধিদপ্তর।

বিবৃতিতে বলা হয়, “ঝড়টি ধীরে ধীরে দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে।”

ঝড়ের কারণে ভূমিধস ও আকস্মিক বন্যার বিষয়ে জনগণকে সতর্ক থাকার পরামর্শও দেয়া হয়েছে।

শনিবারও আবহাওয়া একই রকম থাকতে পারে জানিয়ে  বাসিন্দাদের ঘরের ভেতর অবস্থান করতে বলা হয়েছে।