চীনের কুখ্যাত সিরিয়াল কিলারের মৃত্যুদণ্ড কার্যকর

চীনের ‘জ্যাক দ্য রিপার' খ্যাত সিরিয়াল কিলার গাও চেংইয়ংয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। ১১ নারী ও তরুণীকে হত্যার দায়ে দণ্ডিত হয়েছিলেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Jan 2019, 01:26 PM
Updated : 3 Jan 2019, 01:51 PM

বৃহস্পতিবার চীনের আদালত তাদের ওয়েইবো সাইটে গাও চেংইয়ংয়ের দণ্ড কার্যকরের খবর জানায়। ৫৩ বছর বয়সী এ চীনা ১৯৮৮ থেকে ২০০২ সালের মধ্যে ওই খুনগুলো করেছিলেন।

গাও সাধারণত তার শিকারদের অনুসরণ করে তাদের বাড়ি যেতেন। তারপর সেখানে ডাকাতি করাসহ ওই নারীদেরকে ধর্ষণ এবং গলাকেটে হত্যা করতেন। চীনের গণমাধ্যম তাকে কুখ্যাত সিরিয়াল কিলার ‘জ্যাক দ্যা রিপার’ এর খেতাব দিয়েছে।

ডিএনএ পরীক্ষার পর এ সিরিয়াল কিলারকে গানসু প্রদেশের বাইয়িনের একটি মুদি দোকান থেকে গ্রেপ্তার করা হয়।

১৯৮৮ সালে প্রথম খুন করেছিলেন গাও। শরীরে ২৬টি ছুরির আঘাতসহ বাইয়িনে পাওয়া ২৩ বছর বয়সী এক নারীই ছিলেন তার প্রথম শিকার।

পরের খুনগুলোর ধরনও ছিল একইরকম; সাধারণত একা বাস করা নারীরাই ছিলেন তার ‘টার্গেট’। গাওয়ের শিকারদের মধ্যে ৮ বছর বয়সী এক মেয়েও আছে বলে বিবিসি জানিয়েছে।

২০০২ সালে এ খুনের অধ্যায় শেষের কয়েক বছর পর গাওয়ের এক আত্মীয় ছোটখাট অপরাধে ধরা পড়লে তার দেওয়া ডিএনএ নমুনা থেকেই এ সিরিয়াল কিলারের সন্ধানে বড় ধরনের অগ্রগতি হয়।

গত বছর বাইয়িনের আদালত গাওয়ের অপরাধকে ‘ক্ষমার অযোগ্য’ অ্যাখ্যা দিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয়।

চীনে সাধারণত বিষাক্ত ইনজেকশন প্রয়োগ কিংবা গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হলেও কী উপায়ে বৃহস্পতিবার গাওয়ের দণ্ড কার্যকর করা হয়েছে তা জানা যায়নি।