মালিতে সশস্ত্র ব্যক্তিদের হামলায় ৩৭ বেসামরিক নিহত

মালির মধ্যাঞ্চলীয় মোপতি এলাকায় সশস্ত্র ব্যক্তিরা ফুলানি গোষ্ঠীর ৩৭ জন বেসামরিককে হত্যা করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2019, 06:58 AM
Updated : 2 Jan 2019, 06:58 AM

মঙ্গলবার মোপতির কৌলোগন গ্রামে এ ঘটনা ঘটেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সরকার, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

ঐতিহ্যবাহী দোনজো শিকারীদের পোশাক পড়া সশস্ত্র ব্যক্তিরা হামলাটি চালায় এবং নিহতদের মধ্যে কয়েকটি শিশু রয়েছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। 

গত বছর গোষ্ঠীগত সহিংসতায় এই অঞ্চলটিতে কয়েকশত লোকের প্রাণ গিয়েছিল।

নিকটবর্তী শহর বানকাসের মেয়র মৌলাগি গুইনদো জানিয়েছেন, নতুন বছরের প্রথম ফজরের আজানের সময় কৌলোগনের ফুলানি অংশে হামলাটি চালানো হয়।

এর এক কিলোমিটারেরও কম দূরত্বে কৌলোগনের অপর অংশে দোগোন গোষ্ঠীর বাস এবং ওই অংশে হামলা হয়নি বলে জানিয়েছেন তিনি। দোগোন গোষ্ঠী বংশগতভাবে দোনজো গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত।

২০১২ সালে মালির উত্তরাঞ্চল দখল করে নিয়েছিল তুয়ারেগ বিদ্রোহী ও তাদের সঙ্গে গাটছড়া বাঁধা উগ্রপন্থী জঙ্গিরা। পরের বছর ফরাসি বাহিনীর অভিযান তাদেরকে মধ্যাঞ্চল ছেড়ে উত্তরের সীমান্তের দিকে চলে যেতে বাধ্য করে। কিন্তু এরপর থেকে মালিতে অস্থিরতা বিরাজ করছে।