চাকরি পাওয়ার ২ সপ্তাহেই সিংহের আক্রমণে কর্মীর মৃত্যু

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক তরুণী শিক্ষানবীশ হিসেবে চাকরিতে যোগ দেওয়ার দুই সপ্তাহের মাথায় সিংহের আক্রমণে প্রাণ হারিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2018, 03:33 PM
Updated : 31 Dec 2018, 03:33 PM

আলেক্সান্দ্রা ব্ল্যাক নামে ২২ বছরের ওই তরুণী ব্যক্তিমালিকানাধীন একটি বন্যপ্রাণীর অভয়ারণ্যে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে যোগ দিয়েছিল।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, রোববার ওই তরুণী দলের সঙ্গে প্রতিদিনের মত পশুর খাঁচা পরিষ্কার করছিল। এই সময় একটি সিংহ তাকে আক্রমণ করে।

অভয়ারণ্যের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, “আমদের এখানে কয়েকটি সিংহ আছে। খাঁচা পরিষ্কারের কাজ করার সময় সেগুলোকে একটি জায়গায় আটকে রাখা হয়। এদিন একটি সিংহ কোনোভাবে বাইরে থেকে যায় বা বেরিয়ে আসে এবং আমাদের এক কর্মীকে হত্যা করে। ‍সিংহটি কিভাবে বাইরে বেরিয়ে এল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।”

ব্ল্যাকের মৃতদেহ উদ্ধারের জন্য এক পুলিশ কর্মকর্তা সিংহটিকে গুলি করে হত্যা করেন।

শেরিফের কার্যালয় থেকে বলা হয়, সিংহটিকে অজ্ঞান করার চেষ্টা করে ব্যর্থ হয়ে পুলিশ সেটিকে গুলি করে। এ ঘটনার পর অভয়ারণ্যটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।