ফিলিপিন্সে শপিং মলে বোমা হামলায় নিহত ২

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে একটি শপিং মলের বাইরে বোমা বিস্ফোরণে অন্তত ২ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 31 Dec 2018, 02:01 PM
Updated : 31 Dec 2018, 02:20 PM

মিন্দানাও দ্বীপে কোতাবাতো শহরের সাউথ সিজ মলের বাইরে সন্দেহজনক একটি আইইডি বোমা পাওয়া গেছে বলে জানিয়েছেন শহরটির পুলিশের মুখপাত্র ক্রিস্টোফার লি।

সোমবারের এ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি গোষ্ঠীপন্থি একটি ছোট্ট দলকে দায়ী করেছে নিরাপত্তা বাহিনী।

ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলে ইসলামিক জঙ্গিদের তৎপরতা রয়েছে। এদের কারো কারো সঙ্গে বিদেশের আল কায়দা এবং ইসলামিক স্টেটের যোগসাজসও আছে।

ফিলিপিন্সের সামরিক বাহিনী বলেছে, বোমা হামলাকারীরা পূর্ব এশিয়ার ইসলামিক স্টেট জঙ্গি হতে পারে। মিন্দানাওয়ে গত সপ্তাহে সামরিক অভিযানে জঙ্গি গ্রুপটির ৭ সদস্য নিহতের ঘটনার প্রতিশোধ নিতেই তারা এ হামলা চালিয়ে থাকতে পারে।

শপিংমলের বাইরে পাওয়া যাওয়া বোমাটিতে আইএস অনুসারীদের সইও পাওয়া গেছে বলে জানিয়েছেন আর্মি কমান্ডার মেজর জেনারেল সিরিলিতো সবেজানা।

কোতাবাতো শহরের শপিং মলটির প্রবেশপথে বিকালের দিকে ওই বোমা হামলা হয়। পরে এলাকাটি তল্লাশি করে সেখানে দ্বিতীয় বোমাটি পাওয়া যায় বলে জানান তিনি।